যুদ্ধযাত্রা আটকাতে রাশিয়ার পুরুষরা দলে দলে ‘নারী’ হচ্ছেন

Must read

প্রতিবেদন : চরম ধর্মসঙ্কটে পড়েছেন রাশিয়ার পুরুষরা। ইউক্রেনের বিরুদ্ধে দীর্ঘ ১৪ মাস ধরে যুদ্ধ করছে রাশিয়া (Russia war)। এই যুদ্ধে রাশিয়ার ২ লক্ষ সেনার প্রাণ গিয়েছে। ৫ লক্ষ ৭০ হাজার সেনা গুরুতর জখম হয়েছেন। তাঁদের পক্ষে আর যুদ্ধক্ষেত্রে ফেরা সম্ভব নয়। এই অবস্থায় যুদ্ধ চালিয়ে যেতে রণাঙ্গনে নতুন সেনার দরকার পড়ছে। তাই নতুন যোদ্ধার খোঁজ চলছে রাশিয়া জুড়ে। অল্পবয়সি যুবকদের দেখতে পেলেই সেনায় যোগ দেওয়ার জন্য জোর করে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। যদিও রাশিয়ার মানুষজন বিশেষ করে পুরুষরা কেউই যুদ্ধে যেতে চাইছেন না। তাই রাষ্ট্রীয় ফতোয়া এড়াতে রুশ পুরুষরা সব দল বেঁধে মেয়ে হতে চাইছেন। শুধু চাইছেন না, রীতিমতো হচ্ছেনও। পুরুষরা দলে দলে লিঙ্গ পরিবর্তন করছেন। শুনতে অবিশ্বাস্য লাগলেও বাস্তবে এটাই হচ্ছে। এদিকে এই প্রবণতা ঠেকাতে নড়েচড়ে বসেছে পুতিন সরকার। দেশের পুরুষদের এই প্রবণতা বন্ধ করতে রাশিয়া এখন লিঙ্গ পরিবর্তন সংক্রান্ত আইন কঠোর করতে চলেছে। রাশিয়ায় লিঙ্গ পরিবর্তনের জন্য অস্ত্রোপচার করতে হয় না। একটি ফর্ম পূরণ করলেই লিঙ্গ পরিবর্তন করা যায়। এবার এই আইনেই বদল আনছে রাশিয়া (Russia war)। রাশিয়ার আইনমন্ত্রী কনস্টান্টিন চুয়েচেঙ্কো জানিয়েছেন, শুধু নথির ভিত্তিতে কোনও ব্যক্তি আর লিঙ্গ পরিবর্তন করতে পারবেন না। শীঘ্রই এ বিষয়ে আইন আনা হবে। চলতি আইনে কোনও পুরুষ তাঁর লিঙ্গ পরিবর্তন করলেও, শারীরিকভাবে একই থাকতে পারতেন। তিনি বিয়ে করতে এবং সন্তান দত্তক নিতে পারেন। কিন্তু, এর ফলে বিভিন্ন আইনি জটিলতা তৈরি হচ্ছে। তাই এই আইন বদলানো হবে। ১৫ মে-র মধ্যে সংসদে এই নতুন আইন পাশ করানোর চেষ্টা চলছে।

আরও পড়ুন: বন্যা ও ভূমিধসে কঙ্গোয় মৃত ২১৩

Latest article