প্রতিবেদন : আপাতত মন্দারমণির (Mandarmani) কোনও হোটেল ভাঙা যাবে না। শুক্রবার পরিবেশ আদালতের সিদ্ধান্তের ওপর অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত হোটেলগুলির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারবে না জেলা প্রশাসন। এই নির্দেশের পর অবশেষে কিছুটা স্বস্তি পেলেন মন্দারমণির হোটেল মালিকরা। মামলার পরবর্তী শুনানি ১০ ডিসেম্বর। অভিযোগ, বেআইনি ভাবে সি-বিচ দখল করে মন্দারমণিতে (Mandarmani) গজিয়ে উঠেছে একের পর এক হোটেল। এই অভিযোগে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে আগামী ২০ নভেম্বরের মধ্যে প্রায় দেড়শো বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নোটিশ দিয়েছিল পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। বিষয়টি রাজ্য প্রশাসনের শীর্ষস্তরের কোনও আধিকারিক বা মুখ্যসচিবও জানতেন না বলেই পরবর্তীকালে জানা যায়। যা নিয়ে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন- ওবিসি মামলা : হাইকোর্টের রায়ের বৈধতা নিয়ে প্রশ্ন তুললেন সিবাল