প্রয়াত স্টিল ম্যান অফ ইন্ডিয়া। বয়স হয়েছিল ৮৬। সোমবার রাত ১০টা নাগাদ জামশেদপুরের একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের বিশিষ্ট শিল্পপতি জে জে ইরানি। প্রায় চার দশকের বেশি সময় ধরে টাটা সন্সের একাধিক প্রকল্পের দায়িত্ব সামলেছেন তিনি।
আরও পড়ুন-উত্তরপ্রদেশে দুষ্কৃতীরা খুন করল সপা নেতাকে, নিহত মা এবং স্ত্রী
দেশের শিল্পমহলে তিনি ইস্পাত মানব বলেই পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে টাটা স্টিলের তরফে এক শোকবার্তায় বলা হয়েছে, জামশেদ জে ইরানির মৃত্যুতে আমরা গভীর শোকাহত। টাটা স্টিল, তাঁর পরিবার এবং প্রিয়জনদের প্রতি গভীর সমবেদনা জানায়। ১৯৩৬ সালের ২ জুন নাগপুরে জন্ম জে জে ইরানির। এমএসসি করার পর তিনি ব্রিটেন থেকে ধাতুবিদ্যায় পিএইচডি করেন। প্রথমে বিদেশে ব্রিটিশ আয়রনের হয়ে কাজ করেন তিনি। ১৯৬৮ সালে দেশে ফিরে দ্য টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানিতে যোগ দেন।