প্রতিবেদন : সুপার কাপের প্রথম ম্যাচে ওড়িশা এফসির বিরুদ্ধে ড্র করে হতাশ স্টিফেন কনস্ট্যান্টাইন। ইস্টবেঙ্গল কোচ মনে করছেন ম্যাচটা তাঁর দলেরই জেতা উচিত ছিল। ওড়িশা ম্যাচে পয়েন্ট খোয়ানোর জন্য লাল-হলুদ সমর্থকদের চোখে খলনায়ক বনে গিয়েছেন জেক জার্ভিস। তিনি একাই গোটা তিনেক সহজ সুযোগ নষ্ট করেছেন। যদিও ইংরেজ স্ট্রাইকারকে আড়াল করছেন স্টিফেন। ইস্টবেঙ্গল কোচ মনে করছেন, ম্যাচ প্র্যাকটিসের অভাব প্রভাব ফেলেছে জার্ভিসের পারফরম্যান্সে।
আরও পড়ুন-অবহেলার শিকার প্রাক্তন হকি তারকা
স্টিফেনের বক্তব্য, ‘‘অবশ্যই ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল। জার্ভিস তিন-চারটে সুযোগ নষ্ট না করলে, বড় ব্যবধানে জিততাম। তবে আমরা শেষ ম্যাচ খেলেছিলাম সেই ফেব্রুয়ারিতে। মোহনবাগানের বিরুদ্ধে। তারপর প্রায় ৫০ দিন পর ফের কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেললাম। তাই ফুটবলারদের খেলায় কিছুটা জড়তা তো থাকবেই। আমি জার্ভিসকে দোষ দিচ্ছি না।’’
আরও পড়ুন-ড্র করে মেজাজ হারালেন রোনাল্ডো
ইস্টবেঙ্গলের পরের ম্যাচ বৃহস্পতিবার। প্রতিপক্ষ হায়দরাবাদ এফসি। যারা প্রথম ম্যাচে আইজল এফসিকে হারিয়েছে। পরের রাউন্ডে ওঠার জন্য হায়দরাবাদ ম্যাচ যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা স্বীকার করছেন স্টিফেন। তিনি বলছেন, ‘‘ওড়িশা ম্যাচটা থেকে তিন পয়েন্ট পেলে ভাল হত। কিন্তু কিছু করার নেই। তবুও আমি বলব, আমার দল যথেষ্ট ভাল খেলেছে। এই ছন্দ পরের দুটো ম্যাচেও ধরে রাখতে হবে। এখনও পরের রাউন্ডে ওঠার সুযোগ আমাদের সামনে রয়েছে। হায়দরাবাদ ম্যাচটা খুব গুরুত্বপূর্ণ।’’