ডেঙ্গু-ম্যালেরিয়া রুখতে পদক্ষেপ

জেলা জুড়ে চলছে মশাবাহিত রোগের সচেতনতা শিবির সেই উপলক্ষে আজ বারাসত হাসপাতালের বিভিন্ন জায়গা দেখলেন প্রশাসনিক আধিকারিকরা।

Must read

সংবাদদাতা, বারাসত : মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ পালন হচ্ছে রাজ্য জুড়ে। তারই অঙ্গ হিসেবে বারাসত জেলা সদর হাসপাতাল পরিদর্শনে এলেন উত্তর ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক (টেজারি) তাহারুজ্জামান, বারাসত হাসপাতালের সুপার সুব্রত মণ্ডল ও পুরসভার জঞ্জাল পরিষদ সদস্য সৌমেন মহাপাত্র-সহ আরও অনেকে।

আরও পড়ুন-জওহরলাল নেহরুর কিছু উল্লেখযোগ্য উদ্ধৃতি

রাজ্যের বিভিন্ন শহর ও শহরতলিতে ভয়াবহ আকার নিচ্ছে ডেঙ্গু। উত্তর ২৪ পরগনা জেলার একাধিক পুরসভা এলাকায় উদ্বেগজনভাবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেলেও সরকারি ভাবে মৃত্যুর কোনও খবর নেই। পাশাপাশি জেলা প্রশাসনের দাবি গত কয়েক বছরের তুলনায় সংক্রমণ কম। কোভিড সংক্রমণ কমলেও এখনও দেশ থেকে তা বিদায় নেয়নি। তার মাঝে বঙ্গে নতুন করে চোখ রাঙাচ্ছে মশাবাহিত রোগ ডেঙ্গু।

আরও পড়ুন-সংস্কৃতকে রাষ্ট্রভাষা ঘোষণার দাবি খারিজ করল শীর্ষ আদালত

জেলা জুড়ে চলছে মশাবাহিত রোগের সচেতনতা শিবির সেই উপলক্ষে আজ বারাসত হাসপাতালের বিভিন্ন জায়গা দেখলেন প্রশাসনিক আধিকারিকরা। কোথাও জমা জল বা কোথাও ময়লা আবর্জনা সমস্ত কিছুই খতিয়ে দেখলেন অতিরিক্ত জেলাশাসক। তিনি বলেন মোটামুটি সব ঠিকই আছে।

Latest article