সংবাদদাতা, কাটোয়া : নজরকাড়া দুধসাদা পাঞ্জাবি জুড়ে সাঁটানো রয়েছে দিদির দূত, দিদির সুরক্ষা কবচের স্টিকার। রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি। রয়েছে রাজ্য সরকারের নানা জনমুখী প্রকল্পের নাম ও ছবি-সহ স্টিকারও পাঞ্জাবির বুকে-পিঠে। হাতে মুখ্যমন্ত্রীর সই করা শুভেচ্ছাপত্র। কালনা ১ ব্লকের বিভিন্ন এলাকায় এভাবেই দিনভর দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে চষে বেড়ালেন দিদির দূত মন্ত্রী স্বপন দেবনাথ। মানুষজনের কাছ থেকে সমস্যা জেনে নিয়ে খুলে দিলেন সমাধানের পথ।
আরও পড়ুন-শিবিরেই মিলল স্বাস্থ্যসাথী কার্ড হল অস্ত্রোপচার
তবে সেসব ছাপিয়ে মানুষের কাছে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠল মন্ত্রীর পরনের চমকদার পাঞ্জাবি। তাঁর ব্যাখ্যা, ‘রাজ্যের জনতা জনার্দনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন, আজ তা ইতিহাস। সেই ইতিহাসকেই যতটা সংক্ষেপে পারা যায় পাঞ্জাবিতে আটকে মানুষের দরজায় দরজায় পাক দিচ্ছি। দিদির মুখের ছবি লাগিয়েছি কারণ তিনিই তো গোটা রাজ্যের মুখ। এর সঙ্গে বিলি করছি মমতার স্বাক্ষর করা শুভেচ্ছাপত্র।’ তবে তাঁর এই ঠাট্টা করা বিরোধীদের এক হাত নিয়ে মন্ত্রী বলেন, ‘ঠাট্টাই করুক আর গালই পাড়ুক, দিদির কর্মসূচি আর জনমুখী প্রকল্পগুলো তো সবাই দেখছেন, সুবিধাও নিচ্ছেন। আর আমিও তো সব মত-পথের মানুষের উঠোনেই যাচ্ছি। এসব বলে নিজেরাই হাস্যকর, অপ্রাসঙ্গিক হয়ে উঠবে। বাংলার মানুষ আমাদের দিকেই।’