শিবিরেই মিলল স্বাস্থ্যসাথী কার্ড হল অস্ত্রোপচার

ডায়মন্ড হারবার ১ গ্রাম পঞ্চায়েতের হরিণডাঙা বাহাদুরপুরের বাসিন্দা ২৮ বছরের সাগর ভৌমিক দীর্ঘদিন ধরে ডিভিয়েটেড সেপ্টাম রোগে ভুগছিলেন

Must read

সংবাদদাতা, ডায়মন্ড হারবার : ডায়মন্ড হারবার ১ গ্রাম পঞ্চায়েতের হরিণডাঙা বাহাদুরপুরের বাসিন্দা ২৮ বছরের সাগর ভৌমিক দীর্ঘদিন ধরে ডিভিয়েটেড সেপ্টাম রোগে ভুগছিলেন। যার জন্য জরুরি ভিত্তিতে দরকার ছিল সেপ্টোপ্লাস্টি সার্জারির। কিন্তু আর্থিক কারণে চিকিৎসা করাতেই পারছিলেন না। ছিল না স্বাস্থ্যসাথী কার্ড। হরিণডাঙা পঞ্চায়েত অফিসের কাছেই দুয়ারে সরকার শিবির হচ্ছে জেনে সেখানে চলে যান এবং স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করেন সাগর।

আরও পড়ুন-এবার তাজমহল-কুতুবমিনার ভাঙার, দাবি অসমের বিজেপি বিধায়কের!

আবেদন পাওয়ার পরই বিডিও সুবীর দাস তৎপর হয়ে তাঁর স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করে দেন। এরপর সাগরের প্রয়োজনীয় অস্ত্রোপচার এবং চিকিৎসা হয় ডায়মন্ড হারবারের এক নামী হাসপাতালে। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে হয় সফল অপারেশন। বর্তমানে দ্রুত আরোগ্যের পথে তিনি। সাগর বলেন, ‘শিবিরের কর্তারা আবেদন পূরণে সাহায্য করেছেন।’ এ জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। অস্ত্রোপচারের খরচ বহন করার মতো অবস্থা ছিল না। স্বাস্থ্যসাথী কার্ডটি তাঁর কাছে জীবনদায়ী রক্ষাকবচ হয়ে ওঠে বলে তাঁর মত। দোরগোড়ায় এই ধরনের শিবির হওয়ায় মুখ্যমন্ত্রীর প্রতিও কৃতজ্ঞ সাগর। বিডিও সুবীর দাস বলেন, ‘আবেদন পেয়েই স্বাস্থ্যসাথীর কার্ডের ব্যবস্থা করি। অপারেশনের জন্য প্রয়োজনীয় অনুমোদনও করা হয় দ্রুত। ওই যুবক এখন সুস্থ। এটা প্রশাসনের কাছেও খুবই আনন্দের খবর।’‌

Latest article