প্রতিবেদন : কালবৈশাখীর সম্ভাবনা না থাকলেও বইবে ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ হবে হালকা-মাঝারি বৃষ্টিও। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং উত্তরের মালদহের জন্য এমনটাই পূর্বাভাস দিল হাওয়া অফিস। গত কয়েকদিন ধরেই মেঘ-রোদের লুকোচুরি চলছে। আকাশে মেঘ থাকার কারণে তীব্র অস্বস্তি আর গুমোট গরমে নাজেহাল শহরবাসী।
আরও পড়ুন-অনলাইন এডুকেশনের খুঁটিনাটি
মঙ্গলবার বেলায় স্বস্তির বৃষ্টি হলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ফলে অস্বস্তি আরও বেড়েছে। তবে উত্তরবঙ্গের একাধিক জেলায় কয়েকদিন ধরেই দফায় দফায় চলছে বৃষ্টি। ধূপগুড়িতে কালবৈশাখীর কারণে লন্ডভন্ড হয়ে গিয়েছে গ্রাম। সেখানে দক্ষিণবঙ্গের আবহাওয়ার খামখেয়ালিপনায় নাজেহাল বাসিন্দারা। গত সপ্তাহের শেষে কালবৈশাখীর তাণ্ডবে মহানগরীতে প্রচুর গাছ ভেঙে পড়ে। মৃত্যুর খবরও এসেছে জেলা থেকে। এবার কালবৈশাখী না হলেও ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। থাকছে সতর্কতাও।