খবরের শিরোনামে থাকা তাঁর রোজের রুটিন। নানা সময় নানা বিতর্ক উসকে দিয়ে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে ভালবাসেন। তাঁর ট্যুইট ঘিরে তুঙ্গে থাকে আগ্রহ। তবে এবার নিজের আকস্মিক মৃত্যুর সম্ভাবনা নিয়ে ট্যুইট করে বিতর্কের পাশাপাশি আশঙ্কারও জন্ম দিয়েছেন ধনকুবের এলন মাস্ক। টেসলার মালিক অনেক জলঘোলার পরে সম্প্রতি ৪৪ বিলিয়ন ডলারে ট্যুইটার কিনেছেন। তারপর থেকেই একাধিক বিতর্কিত ট্যুইট তিনি করেছেন। যদিও তাঁর শেষ ট্যুইটটি ঘিরে তীব্র শোরগোল পড়ে গিয়েছে।
আরও পড়ুন-পুতিন যুদ্ধাপরাধী, দাম চোকাতে হবে রাশিয়াকে
মাস্ক লিখেছেন, যদি আমার রহস্যজনক কোনও পরিস্থিতিতে মৃত্যু হয়, সেক্ষেত্রে জেনে রাখুন, আপনাদের সঙ্গে আলাপ করে আমার ভালই লেগেছে। মাস্ক হঠাৎ এমন মরণমুখী পোস্ট করলেন কেন, তার বিশ্লেষণ চলছে নেটপাড়ায়। তাঁকে কি খুন করার চক্রান্ত হচ্ছে বা তিনি এমন কোনও হুমকি পেয়েছেন, উঠছে এসব প্রশ্নও। তবে তথ্যাভিজ্ঞ মহলের ধারণা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সম্পর্কে মাস্ক সম্প্রতি কয়েকটি বিতর্কিত ট্যুইট করেন। তাঁর দাবি ছিল, ইউক্রেনে সামরিক মদত পাঠানো হচ্ছে সরাসরি আমেরিকার প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগন থেকে। এই ট্যুইটের পরে হয়তো তিনি মার্কিন প্রশাসনের চাপের মুখে পড়েছেন। আবার অনেকের দাবি, ট্যুইটার কিনতে দিয়ে প্রচুর ধারদেনা চেপেছে মাস্কের মাথায়, তাঁর মাথার ঠিক নেই। তবে কারণ যাই হোক, মাস্ক আছেন মাস্কেই।