হংকংয়ে জন লি

দেখা গিয়েছে, জন ১৪১৬টি ভোট পেয়েছেন। তাঁর বিপক্ষে ভোট পড়েছে মাত্র ৪টি। জন লি বরাবরই কট্টর চিনপন্থী হিসেবে পরিচিত।

Must read

হংকংয়ের পরবর্তী প্রধান নির্বাহী নির্বাচিত হয়েছেন চিনপন্থী জন লি। ১ জুলাই বর্তমান নেত্রী ক্যারি লামের স্থলাভিষিক্ত হবেন জন। তবে আমজনতার ভোটে নয়, দেড়হাজার সদস্যের একটি ক্লোজ কমিটি নগরীর প্রধান নির্বাহীকে নির্বাচন করেন। এবারের নির্বাচনে অবশ্য জনের বিরুদ্ধে কোনও প্রার্থী ছিল না। রবিবার ভোটগ্রহণের পর সন্ধ্যা নাগাদ ফলাফল ঘোষণা করা হয়।

আরও পড়ুন-ছক মাস্কের!

দেখা গিয়েছে, জন ১৪১৬টি ভোট পেয়েছেন। তাঁর বিপক্ষে ভোট পড়েছে মাত্র ৪টি। জন লি বরাবরই কট্টর চিনপন্থী হিসেবে পরিচিত। জনের নির্বাচনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন হংকংয়ের মানুষ। তাঁরা বলেছেন, এভাবে একজন মাত্র প্রার্থীকে নিয়ে কোনও নির্বাচন হতে পারে না। উল্লেখ্য, জন লি যখন নিরাপত্তা সেক্রেটারি ছিলেন তখন চিনের আরোপ করা জাতীয় নিরাপত্তা আইন কঠোরভাবে বাস্তবায়নের জন্য চরম বলপ্রয়োগ করেছিলেন তিনি।

Latest article