সংবাদদাতা, নদিয়া : নবদ্বীপ শহর জুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা দোকানগুলিতে সন্ধ্যা হলেই ভিড় বাড়ে। বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তার ধারে ভ্যানরিকশ, টিনের ছাউনির দোকানগুলিতে থরে থরে খোলা অবস্থায় সাজিয়ে বিক্রি হয় ফার্স্ট ফুড। বিশেষ করে মালঞ্চপাড়া, প্রতাপনগর, প্রাচীন মায়াপুর, বুড়োশিবতলা, হরিসভাপাড়া, পাঁচমাথার মোড়, রাধাবাজার, বঙ্গপাড়া, বড়ালঘাটে। রান্না করা খাবার থাকে খোলা আকাশের নিচে। তাতে ধুলো পড়ছে।
আরও পড়ুন-প্রেমের ডাকবাক্সে আজ জমা পড়বে অনভূতির ঠিকানা
কোনও ক্ষেত্রেই দোকানগুলিতে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। অপরিষ্কার রান্নার জায়গা, খাবার তৈরির সরঞ্জাম অপরিচ্ছন্ন। জানা গিয়েছে, অনেকের ফুড লাইসেন্সও নেই। অভিযোগ, ভাজাভুজির ক্ষেত্রে পুরনো তেলও ব্যবহার করা হচ্ছে। এ প্রসঙ্গে নবদ্বীপের পুরপ্রধান বিমানকৃষ্ণ সাহা বলেন, পুরসভা বিষয়টির ওপর নজর রাখছে। জেলা স্তরে জানানো হবে।’