রক্তের কালোবাজারি বন্ধে কড়া পদক্ষেপ রাজ্যের

অ্যাপ থেকে কীভাবে মিলবে তথ্য? গুগল ‘প্লে স্টোর’ থেকে ডাউনলোড করা অ্যাপটি খুললেই মোবাইলের পর্দায় ভেসে উঠবে রাজ্যের মানচিত্র

Must read

প্রতিবেদন : রক্তের কালোবাজারি ও দাম নিয়ন্ত্রেণে রাজ্য সরকার একটি নতুন নীতি নিয়ে আসছে। নতুন এই নীতির মধ্যে দিয়ে বেসরকারি হাসপাতালের একাংশের রক্ত নিয়ে ব্যবসা করার প্রবণতায় লাগাম টানারও প্রয়াস করা হবে। বাজারে রক্তের কৃত্রিম চাহিদা তৈরি করে দাম বাড়ানো রুখতেও নতুন নীতিতে একাধিক পদক্ষেপ করা হবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন-৬ বিঘা জমির গাছ পোড়াল দুষ্কৃতীরা

নতুন নীতিতে রক্ত সংরক্ষণের ব্যপারেও সুনির্দিষ্ট নিয়মকানুন বেঁধে দেওয়া হবে। প্রস্তাবিত নীতিতে সরকারি ব্লাড ব্যাঙ্কে আর হোল ব্লাড না দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। পরিবর্তে সেখান থেকে রক্তের নানা উপাদান আলাদা ভাবে সরবরাহ করা হবে। সরকারি ব্লাড ব্যাঙ্কগুলি সম্পর্কে বিভিন্ন তথ্য-সহ একটি মোবাইল অ্যাপ ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। আগামী দিনে বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে রক্তের কোন কোন উপাদান মিলবে তার তালিকাও ওই অ্যাপেই মিলবে। রক্ত সংক্রান্ত নতুন নীতি প্রণয়ণের আগে স্বাস্থ্যকর্তারা বিভিন্ন সরকারি হাসপাতাল ও ব্লাড ব্যাঙ্কের সঙ্গে বৈঠক করে এর খুঁটিনাটি বিষয়গুলি সম্পর্কে মত বিনিময় করছেন। সব পক্ষের সঙ্গে কথা বলার পরেই নতুন নীতি কার্যকর করা হবে।
সংকটজনক অবস্থায় রোগী হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। যত দ্রুত সম্ভব রক্ত চাই। কিন্তু কোন ব্লাড ব্যাঙ্কের দরজায় কড়া নাড়লে প্রয়োজনীয় গ্রুপের রক্ত মিলবে, সেই তথ্য না থাকায় প্রায়ই প্রবল হয়রানির শিকার হন রোগীর পরিজনেরা। এই ধরনের পরিস্থিতি যাতে তৈরি না হয়, তার জন্যই ‘জীবনশক্তি’ নামে নতুন একটি মোবাইল অ্যাপ চালু করেছে রাজ্য স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন-বিজেপি নেতার জমি থেকে বাজেয়াপ্ত সিরাপ

অ্যাপ থেকে কীভাবে মিলবে তথ্য? গুগল ‘প্লে স্টোর’ থেকে ডাউনলোড করা অ্যাপটি খুললেই মোবাইলের পর্দায় ভেসে উঠবে রাজ্যের মানচিত্র। সেখানে কোন জেলার কোথায় কোথায় ব্লাড ব্যাঙ্ক রয়েছে, তা দেখা যাবে। কোনও একটি ব্লাড ব্যাঙ্কের নাম স্পর্শ করলেই মিলবে সেই সম্পর্কিত সংক্ষিপ্ত তথ্য। শেষ কবে ওই তথ্য আপডেট করা হয়েছে, তারও উল্লেখ থাকছে। বিশদে জানার লিঙ্কে গেলে কোন কোন গ্রুপের কত ইউনিট সেই ব্লাড ব্যাঙ্কে রয়েছে, তার সবিস্তার তথ্য আক্ষরিক অর্থেই একেবারে হাতের মুঠোয়।

Latest article