প্রতিবেদন : পরিষদীয় দল এবং দলের সাংগঠনিক ক্ষেত্রে শীর্ষ নেতৃত্বের তরফে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ছাড়া সংবাদমাধ্যমের সামনে কেউ মুখ খুলবেন না, এতে ভুল বোঝাবুঝি বাড়ে। সোমবার বিধানসভায় তৃণমূল কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকে বিধায়কদের কড়া নির্দেশ দেওয়া হল দলের শীর্ষ নেতৃত্বের তরফে। একইসঙ্গে তৃণমূল বিধায়কদের বলে দেওয়া হয়, অধিবেশন চলাকালীন সকাল ১১টার মধ্যে বিধানসভায় আসতে হবে। পুরো সময় অধিবেশনে থাকতে হবে।
আরও পড়ুন-ফের হেফাজত আফতাবের, আজ হতে পারে পলিগ্রাফ
বিধানসভায় এসে কোনওমতে সই করে বেরিয়ে যাওয়া চলবে না। এদিন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি বিধানসভায় আসেন। দুপুর ৩টেয় নৌসের আলি কক্ষে দলের বিধায়কদের নিয়ে বৈঠক শুরু হয়। পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, চিফ হুইপ নির্মল ঘোষ, ডেপুটি চিফ হুইপ তাপস রায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও জ্যোতিপ্রিয় মল্লিকরা বাকি বিধায়কদের সঙ্গে কথা বলেন। সাম্প্রতিক কয়েকটি ইস্যু নিয়েও বৈঠকে আলোচনা হয়। সর্বোপরি দলীয় বিধায়কদের বিভিন্ন বিষয়ে চোখ-কান খোলা রেখে সতর্ক হয়ে চলার পরামর্শ দেন সুব্রত বক্সি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, দলে অনেকে নতুন বিধায়ক হয়েছেন। তাদের পরিষদীয় রীতিনীতি শিখতে হবে। অধিবেশনে বিভিন্ন বিষয়ে বলতে হবে। বিধানসভার লাইব্রেরিকে ব্যবহার করতে হবে। এই বিষয়গুলি সহ অধিবেশন চলাকালীন নিয়মিত হাজিরার কথাও বলা হয়েছে।