বঙ্গ

বেআইনি পার্কিং রুখতে কঠোর পুলিশ

প্রতিবেদন : কলকাতা মহানগরীকে যানজট সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি দিতে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে এবারে আদাজল খেয়ে নেমে পড়ল ট্রাফিক পুলিশ। ফেব্রুয়ারিতে দৈনিক গড়ে প্রায় ১৬০০ গাড়ি এবং অন্যান্য যানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। জানুয়ারিতে এই সংখ্যাটা ছিল ১৩০০ থেকে ১৪০০। তাৎপর্যপূর্ণ বিষয় হল, প্রতিদিন গড়ে যে ১৬০০ গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বা জরিমানা করা হয়েছে, তারমধ্যে গড়ে ৭০০টিই চারচাকার গাড়ি। এবং সবচেয়ে বেশি বেআইনি পার্কিংয়ের প্রবণতা দেখা যাচ্ছে শহরের ব্যস্ততম ডালহৌসি-এসপ্ল্যানেড এবং পোস্তা-গিরিশ পার্ক এলাকায়।

আরও পড়ুন-ইনফ্লুয়েঞ্জা থেকেই ছড়াচ্ছে সংক্রমণ, অ্যাডিনো নিয়ে বিজেপির রাজনীতি

তথ্য বলছে, হেডকোয়ার্টার ট্রাফিক গার্ড এবং জোড়াবাগান ট্রাফিক গার্ডের অধীনে এই দুই এলাকায় প্রতিরাতে গড়ে ৪০৩টি মামলা দায়ের করছে পুলিশ। অথচ ব্যস্ততম বাণিজ্যিক এলাকা বড়বাজার-মহাত্মা গান্ধী রোডে পার্কিং আইন ভাঙার ঘটনা তুলনামূলকভাবে কম। প্রতি দিন থেকে রাতে ৫৫ থেকে ৬০। শহরের অন্যান্য ২২টি ট্রাফিক গার্ড এলাকাতেও চলছে ব্যাপক অভিযান। দৈনিক গড়ে অন্তত ৫০টি গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে। লক্ষণীয়, বেআইনি পার্কিং নিয়ে বেশ কিছুদিন আগে গভীর উদ্বেগ প্রকাশ করেছিল কলকাতা পুরকর্তৃপক্ষ। এরপরেই আইন-বিরুদ্ধ পার্কিং রুখতে কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নেন নগরপাল বিনীত গোয়েল। কোন কোন এলাকায় বেআইনি পার্কিং বেশি হচ্ছে তা চিহ্নিত করতে পুরসভা এবং পুলিশের প্রতিনিধিদের নিয়ে নিয়মিত যৌথ পরিদর্শনেরও পরিকল্পনা নেওয়া হয়।

আরও পড়ুন-প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি হচ্ছে রঙিন ইট

কলকাতা পুলিশের প্রত্যেক ডিভিশনাল কমিশনারকে নগরপাল নির্দেশ দেন, প্রতিটি ট্রাফিক গার্ডের সঙ্গে যথাযথ সমন্বয় গড়ে তুলে দখলমুক্ত করতে হবে শহরের রাস্তা। সেই নির্দেশ মেনেই দিনে তো বটেই, রাতেও শহরে নিয়মিত টহল দিচ্ছেন ট্রাফিক সার্জেন্টরা। চোখ রাখছেন সিসিটিভিতে। দরকার হলে ক্রেন দিয়ে টেনে নিয়ে যাওয়া হচ্ছে আইনভাঙা গাড়িকে। রাতেও কোথাও যানজট হলে ছুটে যাচ্ছে বিশেষ টিম।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

36 minutes ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

59 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

1 hour ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

1 hour ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

1 hour ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

1 hour ago