দমদম বিমানবন্দর জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা

Must read

প্রতিবেদন : সাধারণতন্র দিবসে দেশের প্রথমসারির বিমানবন্দরগুলিতে নিরাপত্তা বাড়ানো হয়েছে। সেই সঙ্গে শুরু হয়েছে কড়া নজরদারি। একই ছবি দমদম বিমানবন্দরেও (Dumdum Airport)। সেখানে কয়েকদিন আগেই জারি হয়েছে সতর্কতা। বিমানবন্দরের প্রবেশ ও প্রস্থানের জায়গাগুলির ওপর সতর্ক নজর রেখেছেন নিরাপত্তারক্ষীরা। সাধারণভাবে দেশের বিমানবন্দরগুলির নিরাপত্তার দায়িত্ব থাকে সিআইএসএফের ওপর। তারা এ নিয়ে সংশ্লিষ্ট সব মহলকে সতর্ক করে দিয়েছে। শুধু বিমানবন্দরই নয়, তার আশপাশের এলাকার ওপরও কড়া নজর রাখা হয়েছে। সিআইএসএফের পক্ষ থেকে কয়েকদিন আগে এ নিয়ে প্রচারও চালানো হয়েছে। বিমানবন্দরের (Dumdum Airport) বাইরের ট্যাক্সিচালক, দোকানদার, পার্কিং লটের কর্মীদেরও সতর্ক করে দিয়েছেন সিআইএসএফ জওয়ানরা।

আরও পড়ুন – ন্যাশানাল ভোটার্স ডে, রাজ্যের তিন জেলাশাসককে পুরস্কৃত করছে নির্বাচন কমিশন

আপৎকালীন পরিস্থিতিতে কীভাবে কী করতে হবে তাও তাঁদের বুঝিয়ে দিয়েছেন নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানরা। কোনও সন্দেহজনক লোক বা কোনও ব্যাগ বা প্যাকেট পড়ে থাকতে দেখলে অবিলম্বে নিরাপত্তা আধিকারিকদের তা জানাতে বলা হয়েছে। সব মিলিয়ে ২৬ জানুয়ারির আগে যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও নাশকতামূলক কার্যকলাপ রুখতে তৈরি দমদম বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা। এই লক্ষ্যে গত শনিবার বিমানবন্দর সংলগ্ন কৈখালি, নারায়ণপুর এলাকায় গিয়ে স্থানীয় মানুষদেরও সতর্ক করে দেওয়া হয়েছে।

Latest article