গণপরিবহণে কড়া নজরদারি, মেট্রোয় বিশেষ নিরাপত্তা

উৎসবের সময় স্বাভাবিক দিনের তুলনায় অতিরিক্ত রেল রক্ষীবাহিনী মোতায়েন থাকবে। এছাড়াও ‘প্যান্ডেল হপার’দের নিয়ন্ত্রণের জন্য বিশেষ ব্যবস্থা করছে মেট্রো রেল।

Must read

প্রতিবেদন : করোনা মহামারী কাটিয়ে ফের ছন্দে বাংলা তথা কলকাতার দুর্গাপুজো। এবার ঠাকুর দেখায় ভিড়ের নিরিখে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে যাবে বলেই ধারণা প্রশাসন ও পুজো কমিটিগুলির। মহালয়ার পর থেকেই রাস্তায় মানুষের ঢল। এবার দুর্গাপুজো উপলক্ষে রাতভর চলবে মেট্রো। বাড়তি যাত্রীর কথা মাথায় রেখে অতিরিক্ত পরিষেবা দেবে মেট্রো কর্তৃপক্ষ। স্বাচ্ছন্দ্যের পাশাপাশি যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চায় তারা। সপ্তমী থেকে দশমী, এই চারদিন নর্থ-সাউথ এবং ইস্ট-ওয়েস্ট মেট্রো রুটে কড়া নজরদারি চালাবে রেল।

আরও পড়ুন-অভাবের তাড়নায় যমজ সন্তানকে গলা টিপে খুন

উৎসবের সময় স্বাভাবিক দিনের তুলনায় অতিরিক্ত রেল রক্ষীবাহিনী মোতায়েন থাকবে। এছাড়াও ‘প্যান্ডেল হপার’দের নিয়ন্ত্রণের জন্য বিশেষ ব্যবস্থা করছে মেট্রো রেল। জানা গিয়েছে, জনবিস্ফোরণ সামলাতে দক্ষ ১২টি ‘ক্রাউড ম্যানেজমেন্ট টিম’ মোতায়েন করা হবে বিভিন্ন মেট্রো স্টেশনে। উৎসবের দিনগুলিতে মেট্রো পথে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিশেষ বাহিনীও থাকছে। স্টেশনে স্টেশনে ১৩টি কুইক রেসপন্স টিম প্রস্তুত থাকবে। এছাড়াও দিনের বিভিন্ন সময় স্টেশন চত্বরের নিরাপত্তায় সারপ্রাইজ ভিজিট করবে স্নিফার ডগ। এছাড়াও কবি সুভাষ, মহাত্মা গান্ধী রোড, কালীঘাট মেট্রো স্টেশনে থাকবে বিশেষ মেডিক্যাল টিম। কোনও যাত্রী অসুস্থ হলে অক্সিজেন সিলিন্ডার, হুইলচেয়ার, স্ট্রেচার সহ বিবিধ ব্যবস্থা তৈরি থাকবে। যাতে প্রাথমিক চিকিৎসা দেওয়া যায় অসুস্থ হয়ে যাওয়া কোনও যাত্রীকে।

Latest article