সংবাদদাতা, বাঁকুড়া : পর পর দুই রোগীর মৃত্যুর ঘটনায় তুলকালাম কাণ্ড বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতাল। মৃতের পরিজনদের হাতে শারীরিক হেনস্থার শিকার হন কর্তব্যরত দুই ইনটার্ন চিকিৎসক। বৃহস্পতিবার রাত থেকে নিরাপত্তা, হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন ও চিকিৎসকের সংখ্যাবৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করেন ইনটার্ন ও ডাক্তারি পড়ুয়ারা।
আরও পড়ুন-অ্যাকশন-প্যাকড জগদ্ধাত্রী
যেহেতু হাসপাতালের চিকিৎসা পরিষেবা অনেকাংশেই ইনটার্নদের উপর নির্ভরশীল, ফলে কর্মবিরতির জন্য তা বেসামাল হয়ে পড়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজের মেল মেডিসিন ওয়ার্ডে আশঙ্কাজনক অবস্থায় একজন রোগী আসেন। সে সময় ওয়ার্ডে কোনও সিনিয়র চিকিৎসক বা হাউস স্টাফ না থাকায়, ওয়ার্ডে ভর্তি থাকা প্রায় আড়াইশো রোগীর চিকিৎসা সামলাচ্ছিলেন দুই ইনটার্ন। অভিযোগ, এই সময় ওই রোগীর মৃত্যু হলে, মৃতের পরিজনরা চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে চড়াও হয় কর্তব্যরত ওই দুই ইনটার্নের উপর। তাঁদের শারীরিক হেনস্থা করা হয়।
আরও পড়ুন-ডেঙ্গু-ম্যালেরিয়া রুখতে পদক্ষেপ
এরপরই কর্তব্যরত ইনটার্নদের উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পরিকাঠামোর উন্নয়ন ও যথেষ্ট সংখ্যক চিকিৎসক মোতায়েনের দাবিতে কর্মবিরতি শুরু করেন হাসপাতালের প্রায় দেড়শো ইনটার্ন। এই আন্দোলনকে সমর্থন জানান হাসপাতালের আড়াইশো ডাক্তারি পড়ুয়া। শুক্রবার সকাল থেকে কাজে যোগ না দিয়ে তাঁরা হাসপাতালের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন। দাবিপূরণ না হওয়া পর্যন্ত কাজে যোগ দেবেন না বলে জানান তাঁরা। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, সিনিয়র চিকিৎসক, হাউস স্টাফ-সহ অন্যরা কাজ চালিয়ে যাওয়ায় চিকিৎসা-পরিষেবা স্বাভাবিক রয়েছে। ইনটার্নদের দাবিদাওয়া আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।