সংবাদদাতা, জঙ্গিপুর : এক মহিলাকে যৌন নির্যাতন মামলায় সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাসের প্রার্থিপদ বাতিলের দাবি তুললেন তৃণমূলের মহিলা নেত্রীরা। দলের রাজ্যসভা সাংসদ মৌসম নুর, মন্ত্রী বীরবাহা হাঁসদা, জোৎস্না মান্ডি ও বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা সভাপতি শাওনি সিংহরায়রা একযোগে ঘটনার নিন্দা করলেন, নিরপেক্ষ পুলিশি তদন্তের দাবি তুললেন, তীব্র সমালোচনা করলেন এ নিয়ে কংগ্রেস নেতৃত্বের নীরবতার।
আরও পড়ুন-ডার্বির টিকিট ফেরিয়ে দিল মোহনবাগান ও আইএফএ
বৃহস্পতিবার বিকেলে সাগরদিঘির তৃণমূল দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করা হয়। সেখানে মৌসম বলেন, গত ২১ তারিখে হাওড়ার একজন মহিলা কংগ্রেস প্রার্থী চাকরির নাম করে যৌন নির্যাতনের অভিযোগ করেছেন। আমরা মনে করি, এই ঘটনার নিরপেক্ষ পুলিশি তদন্ত হওয়া উচিত। পাশাপাশি জানতে চাই, গোটা বিষয়টি নিয়ে কংগ্রেস দল কী ভাবছে। কংগ্রেস প্রমাণ করার চেষ্টা করে, তারা মহিলাদের পাশে রয়েছে। কিন্তু বাইরন বিশ্বাসের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের হওয়ার পরও দলীয় নেতৃত্ব নীরব। যে প্রার্থীর বিরুদ্ধে মহিলার সম্মানহানি এবং যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে, তাঁকে সাগরদিঘির মানুষ ভোট দেবেন না। নৈতিক কারণে কংগ্রেসের উচিত, এই ধরনের প্রার্থীর প্রার্থিপদ প্রত্যাহার করে নেওয়া। শাওনি বলেন, আমরা গোটা ঘটনার পুলিশি তদন্তের দাবি জানাচ্ছি।