সংবাদদাতা, কোচবিহার : সমন্বয় রেখে কাজ করতে হবে দুর্নীতিকে কোনওভাবেই রেয়াত করা যাবে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) স্পষ্ট এই বার্তা আগেই দিয়েছেন। এবার দলীয় পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দলীয় কর্মীদের অনাস্থার বিষয়ে মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) বার্তামতো পদক্ষেপের কথা বললেন কোচবিহারের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়। দিনহাটা ১ নম্বর ব্লকের বড় শোলমারি গ্রাম পঞ্চায়েতের ১৪ জনের মধ্যে ৮ জন পঞ্চায়েত সদস্য দলের প্রধান বিউটি রায়বর্মনের বিরুদ্ধে অনাস্থা আনেন। আগামী ২২ মার্চ তলবি সভা রয়েছে। এই বিষয়ে রবিবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘‘দলীয় গ্রামপঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে যারা অনাস্থা এনেছে তাদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ করতে পিছপা হব না।” এই ঘটনায় কোচবিহার পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের মন্দার মোড় সংলগ্ন এলাকায় তাঁর বাড়ির অফিসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পার্থপ্রতিম রায় বলেন, ‘‘আমি ব্লক সভাপতি সঞ্জয় বর্মন, সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধান এবং সিতাই বিধানসভার বিধায়ক জগদীশ বর্মা বসুনিয়ার সঙ্গে বৈঠক করেছি।”