যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেল থেকে পড়ে মৃত্যু ছাত্রের

বুধবার তাঁর প্রথম ক্লাস ছিল আর সেদিনই এই বিপত্তি। জানা গিয়েছে প্রথম দিনেই সেই ক্লাসে স্বপ্নদ্বীপ উপস্থিত ছিলেন না।

Must read

ফের সকালেই সংবাদের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। যাদবপুর থানার(Jadavpur police station) মোড়ে বিশ্ববিদ্যালয়ের হস্টেলে থেকে পড়ে গুরুতর আহত হলেন এক প্রথম বর্ষের পড়ুয়া (Student)। বুধবার রাতেই গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্য়ু হয়। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের এ ব্লক থেকে মাটিতে পড়েন।

আরও পড়ুন-পাকিস্তানকে উড়িয়ে শেষ চারে ভারত

আহত ওই ছাত্র স্বপ্নদ্বীপ কুন্ডু নদিয়ার বগুলায় থাকেন। উচ্চ মাধ্যমিক পাশ করে বাংলা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে তিনি ভর্তি হয়েছিলেন। বুধবার তাঁর প্রথম ক্লাস ছিল আর সেদিনই এই বিপত্তি। জানা গিয়েছে প্রথম দিনেই সেই ক্লাসে স্বপ্নদ্বীপ উপস্থিত ছিলেন না।

আরও পড়ুন-মা উড়ালপুলে মেরামতির কাজ শুরু হল, রাতে বন্ধ থাকছে যানচলাচল

বুধবার রাতে হস্টেল থেকে পড়ে যাওয়ার পর স্বপ্নদ্বীপকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। ঘটনায় ভিড় জমিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য পড়ুয়ারা। হস্টেলের আবাসিকরাও গিয়েছিলেন সেখানে। কী করে এই ঘটনা ঘটেছে, সেটা এখনো জানা যায়নি যদিও। ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। আত্মহত্যা, ঠেলে ফেলে দেওয়া না ব়্যাগিংয়ের শিকার সবকিছুই বিচার্য বিষয় এখন।

 

Latest article