বাংলার ছেলে শিলিগুড়ির (Siliguri) ডাবগ্রামের বাসিন্দা অরিজিৎ বন্দ্যোপাধ্যায় (Arijit Banerjee) পেলেন রাষ্ট্রীয় বাল পুরস্কার। পাখোয়াজ শিল্পী অরিজিতকে আর্ট অ্যান্ড কালচার (Art and culture) বিভাগে পুরস্কৃত করেছেন রাষ্ট্রপতি (President) দ্রৌপদী মূর্মু (Draupadi Murmu)। তার পাখোয়াজ মোহিত করেছিল ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনককে।
আরও পড়ুন-কেন্দ্রের কাছে রিপোর্ট পেশ করল রাজ্য
জি-২০ সম্মেলনে সাংস্কৃতিক অনুষ্ঠানে পাখোয়াজ বাজিয়েছিল অরিজিৎ। প্রতি বছর নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ২৩ জানুয়ারি পরাক্রম দিবস উপলক্ষে বিভিন্ন বিভাগে কীর্তিমান ছেলেমেয়েদের হাতে এই পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি। এবারে এই পুরস্কার পেলেন বাংলার এই খুদে শিল্পী। শিলিগুড়ি বয়েজ স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র অরিজিৎ। তার বাবা সঞ্জয় বন্দ্যোপাধ্যায়ের কাছেই পাখোয়াজ বাজানো শিখেছে অরিজিৎ।