কেন্দ্রের কাছে রিপোর্ট পেশ করল রাজ্য

রাজ্যের সচিব পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব শৈলেশ কুমার সিং।

Must read

প্রতিবেদন : ১০০ দিনের কাজ-সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের বকেয়া ইস্যুতে কেন্দ্র ও রাজ্যের সচিব পর্যায়ের বৈঠক হল মঙ্গলবার। রাজ্যের সচিব পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিব শৈলেশ কুমার সিং। নয়াদিল্লির এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর দফতরের সচিবরাও। ১০০ দিনের কাজের টাকার ইস্যুতে কেন্দ্রীয় সরকারের থেকে বকেয়ার কারণে রাজ্যের সাধারণ গরিব মানুষরা সমস্যায় পড়ছেন, একথা বার বার বলেছে রাজ্য সরকার।

আরও পড়ুন-বীরভূমের নয়া কমিটি দায়িত্ব বণ্টন নেত্রীর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের প্রথম সারির বহু নেতা এই নিয়ে সরব হয়েছেন। সূত্রের খবর, সাধারণ মানুষ কীভাবে ‘বঞ্চিত’ হচ্ছেন, সে বিষয়ে একটি সুনির্দিষ্ট ক্ষেত্রভিত্তিক রিপোর্টও তুলে ধরা হয়েছে বৈঠকে। কেন্দ্রের সঙ্গে এই বৈঠকের নির্যাস সম্পর্কে একটি রিপোর্ট তৈরি করে তা মুখ্যমন্ত্রীর কাছে জমা দেওয়া হবে। ১০০ দিনের কাজ, আবাস যোজনা-সহ রাজ্যের বকেয়া নিয়ে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লিতে ধরনা দিয়েছে তৃণমূল।

Latest article