অনেক রকম দুর্নীতির অভিযোগ, মামলা, আন্দোলন- সবকিছুর মধ্যেই TET-এ জন্যে গাইডলাইন (Guide Line) প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। আজ বুধবার, সেই গাইডলাইন প্রকাশ করা হয়। ১১ ডিসেম্বর রাজ্যে টেট হবে। বেলা ১২টা থেকে আড়াই ঘণ্টার পরীক্ষা।
আরও পড়ুন-উগান্ডায় দৃষ্টিহীনদের স্কুলে ভয়াবহ আগুন, মৃত ১১
গাইডলাইনে বলা হয়েছে-
• ঘড়ি থেকে সোনার গয়না- নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যাবে না।
• একবার নয়, টেটে এবার বসা যাবে একাধিকবার।
টেট উত্তীর্ণ সার্টিফিকেট লাইফ টাইম বৈধ। অর্থাৎ একবার টেট উত্তীর্ণ হলে ৪০ বছর বা নির্ধারিত বয়স সীমা পর্যন্ত তা বৈধ থাকবে।
আরও পড়ুন-পুলিশি তৎপরতায় বিহার থেকে উদ্ধার নৃত্যশিল্পীকে
প্রাথমিক শিক্ষা পর্ষদের (Board of Primary Education) গাইডলাইন অনুযায়ী, একবার নয়, টেটে এবার বসা যাবে একাধিকবার। গাইডলাইন প্রকাশের পাশাপাশি টেটের সিলেবাস থেকে নমুনা প্রশ্ন প্রকাশ করছে পর্ষদ।