প্রতিবেদন : ক’দিন আগেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে টিএমসিপির পতাকা ও ব্যানার ছেঁড়ার অভিযোগ উঠে। অভিযোগের আঙুল উঠে বিশ্ববিদ্যালয়ের বাম ও অতিবাম ছাত্র সংগঠনের বিরুদ্ধে। ঘটনার তদন্তে টিএমসিপির পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার দাবি তোলা হয়। এই দাবি নিয়ে বিশ্ববিদ্যালয়ের টিএমসিপির দুই জয়েন্ট কনভেনর সন্দীপন মিত্র এবং শুভম গঙ্গোপাধ্যায় বিশ্ববিদ্যালয়ের ডিন অব স্টুডেন্টসের কাছে মঙ্গলবারই একটি স্মারকলিপি জমা দেন।
আরও পড়ুন-ঘুম উৎসব-এ ঘুরেফেরা
সংগঠনের দাবি মেনে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে শীঘ্রই একটি সর্বদলীয় বৈঠক ডাকা হবে বলে জানিয়েছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস সংগঠনের দাবি মেনে এই বৈঠক ডাকতে রাজি হয়েছেন বলেই টিএমসিপি সূত্রে জানা গিয়েছে। এ প্রসঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য জানিয়েছেন, আমরা এখনও পর্যন্ত আশাবাদী এবং বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টসের উপর সম্পূর্ণ আস্থা রাখছি যে তিনি ফুটেজ সম্পূর্ণ দেখে চিহ্নিত করবেন কারা এই ঘটনা ঘটিয়েছে।
আরও পড়ুন-ত্রিপুরায় কি নয়া ভোর আসন্ন?
আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী যে এই কাজ বাম ও অতিবাম সংগঠনগুলিরই কাজ। এই সর্বদলীয় বৈঠক টিএমসিপির অংশগ্রহণ প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির ইতিহাসে নজিরবিহীন ঘটনা। সংগঠনের সহ-সভাপতি প্রান্তিক চক্রবর্তী জানিয়েছেন, তৃণমূল ছাত্র পরিষদের হাত ধরে প্রেসিডেন্সির বুকে যে গণতন্ত্রের শুভ শুচনা ঘটতে চলেছে তা বোঝাই যাচ্ছে এই সর্বদলীয় বৈঠকের আহ্বানে। তা ছাড়া প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের হিন্দু হস্টেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি-সহ টিএমসিপির পোস্টারও লাগানো হয়।