চাকরিতেও শীর্ষে রাজ্যের পড়ুয়ারা

Must read

প্রতিবেদন: ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট (Engineering- Management) পড়ুয়াদের জন্য সুখবর। কেন্দ্রীয় সংস্থা অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (এআইসিটিই)-এর তথ্য বলছে, ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্টে পাশ করা পড়ুয়াদের ৮৬ শতাংশের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। যা দেশে সর্বোচ্চ। গোটা দেশে বর্তমান শিক্ষাবর্ষে ১০ লক্ষ ৪৪ হাজার পড়ুয়া পাশ করেছেন। তার মধ্যে পশ্চিমবঙ্গ থেকে চাকরি পেয়েছেন ৩৪,৫৮১ জন অর্থাৎ চাকরি পেয়েছেন ৮৬% পড়ুয়া। যা দেশে সর্বোচ্চ। তারপরেই কেরল ও ওড়িশা। প্রধানমন্ত্রীর রাজ্য থেকে ৪৬,৪৪৬ জন পাশ করলেও চাকরি পেয়েছে মাত্র ৫২.৫%। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্তারা বলছেন, বাংলা এখন ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্টে (Engineering- Management) সেরা। ভাল প্যাকেজ পাচ্ছেন পড়ুয়ারা।

আরও পড়ুন-পুজো কি হবে? তিন গোষ্ঠীর তিনরকম কথা, দিল্লির নেতারা সাইবেরিয়ার পাখি : তৃণমূল

Latest article