হিন্দি স্কুলে বাংলায় পঠন, স্কুলের নাম বদলের ভাবনা

একদা বালুরঘাটের একমাত্র হিন্দি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে চলছে বাংলামাধ্যমে পঠনপাঠন। ভাষার বদল হলেও স্কুলের নামবদলের ভাবনার বিপক্ষে স্থানীয় বাসিন্দারা

Must read

সংবাদদাতা, বালুরঘাট : ছাত্র টানতে স্কুলের পঠনপাঠনের ভাষাতে বদল হলেও রয়ে গিয়েছে পুরনো নাম। তা বদলের ভাবনা চলছে। একদা বালুরঘাটের একমাত্র হিন্দি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে চলছে বাংলামাধ্যমে পঠনপাঠন। ভাষার বদল হলেও স্কুলের নামবদলের ভাবনার বিপক্ষে স্থানীয় বাসিন্দারা। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে বুড়িকালীতলা এলাকায় রয়েছে হিন্দি এফ পি স্কুল। এখানে প্রচুর হিন্দিভাষী মানুষের বাস। তাদের কথা মাথায় রেখেই জেলার একমাত্র হিন্দিমাধ্যম প্রাথমিক বিদ্যালয় চালু হয়। ছাত্রসংখ্যাও ছিল ভাল। পরে বেশিরভাগ শিশু ইংরাজি মাধ্যম স্কুলে ভর্তি হওয়ায় প্রতি বছর ছাত্রসংখ্যা কমতে থাকে। জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ পঠনপাঠনের ভাষার পরিবর্তন করে।

আরও পড়ুন-নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে তিস্তায় বাঁধ নির্মাণের কাজ শুরু

বর্তমানে স্কুলটি বাংলা ভাষাতেই পরিচালিত। রয়েছেন তিনজন শিক্ষক-শিক্ষিকা। পড়ুয়া বর্তমানে ২০-৩০। এমত অবস্থায় স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ ভাবছেন স্কুলের নাম যেহেতু হিন্দি এফ পি স্কুল এবং একদা স্কুলটি যেহেতু হিন্দি মাধ্যমে পরিচালিত হত সেই কারণে অনেকের ধারণা, এখনও স্কুলটি হিন্দি মাধ্যমের, তাই ছাত্রছাত্রী কম। তাই নামবদল জরুরি। স্থানীয়দের বৃহৎ একটি অংশের মতে, স্কুলটি একটু উন্নত করে প্রচারে তুলে ধরলে বাড়বে পড়ুয়া। পুরসভার ১৮ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার তথা বালুরঘাট প্রাক্তন চেয়ারম্যান রাজেন শীল জানিয়েছেন, হিন্দিভাষী শিক্ষকদের অবসরের পর স্কুলটির জন্য তিনি বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন কিন্তু স্কুলটিকে পুরনো গরিমায় ফেরানো সম্ভব হয়নি।

Latest article