এভারেস্টজয়ী সুভাষের নামে

Must read

সংবাদদাতা, বাঁকুড়া : ২০১৬ সালের ২১ মে খবর আসে বাঁকুড়ার ছেলে সুভাষ পাল (Subhas Paul) এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গ জয় করেছেন। অকস্মাৎ ছন্দপতন ঘটে কয়েক ঘণ্টা পরের দুঃসংবাদে। এভারেস্ট জয় করে ফেরার পথে অক্সিজেনের অভাবে মৃত্যু হয় সুভাষ পালের। সেদিন থেকেই বাঁকুড়া এক্সপ্লোরেশন নেচার আকাদেমি তাদের প্রিয় সদস্যের স্মরণে এই দিনটি ‘এভারেস্টজয়ী সুভাষ পাল (Subhas Paul) দিবস’ হিসাবে পালন করে। সংস্থার সভাপতি দিব্যেন্দু ভকত জানান, ‘সকালে শোভাযাত্রা বের হয় তাঁর বাড়ি গোবিন্দনগর থেকে, এলাকা পরিক্রমা করে শেষ হয় আকাদেমির মাঠে। সেখান রক্তদান শিবিরে ৭ মহিলা-সহ ৪৩ জন রক্ত দেন।’ সুভাষকে চিরস্মরণীয় করে রাখতে যে শুশুনিয়া পাহাড়ে পর্বতারোহণ শিখে সর্বোচ্চ শিখর জয় করেন তিনি, সেখানে তাঁর মূর্তিস্থাপন এবং ওই পাহাড়ের ঝর্না থেকে মূল রাস্তাটির নাম এভারেস্টজয়ী সুভাষ পাল সরণি রাখতে চান তাঁরা। প্রয়াত সুভাষ পালের মেয়ে সুস্মিতা পাল বলেন, বাবার জন্য আমি আজও গর্বিত। তাঁর আদর্শে আমিও পাহাড়ে চড়ার প্রশিক্ষণ নিচ্ছি।

আরও পড়ুন: জোর সাজ-সাজ রব নেতা-কর্মীদের মধ্যে

Latest article