সংবাদদাতা, হাওড়া : হাওড়ায় নির্বিঘ্নেই চলছে মনোনয়ন জমা দেওয়ার কাজকর্ম। জেলার প্রায় প্রতিটি ব্লকেই বিভিন্ন দলের মনোনয়ন জমা পড়েছে। বিডিও অফিস চত্বরগুলিতে কড়া পুলিশি প্রহরা থাকলেও কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রায় সর্বত্রই বিরোধীরাও মনোনয়ন পেশ করছেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার ১৪টি ব্লকের মধ্যে ১৩টি ব্লকে গ্রাম পঞ্চায়েতে ১৭৫ জন ও পঞ্চায়েত সমিতিতে ৭ জন মনোনয়ন জমা দিয়েছেন। জগৎবল্লভপুর ব্লকে ৪০টিতে ২৪টি বিজেপি, ১৪টি আসনে সিপিএম মনোনয়ন জমা দিয়েছে।
আরও পড়ুন-নির্বাচন পরিচালনায় ৪ সদস্যের কমিটি
ডোমজুড়ে ২৭টির মধ্যে ১৪টিতে বিজেপি, ১১টিতে সিপিএম ও মনোনয়ন জমা দিয়েছে। বালি-জগাছা ব্লকে ৮টি মনোনয়ন জমা পড়েছে যার সবগুলিই সিপিএমের। শ্যামপুর-২ নম্বর ব্লকে ১০টি মনোনয়ন জমা পড়েছে যার সবগুলিই দিয়েছে বিজেপি। বাগনান-১ নম্বর ব্লকে ১৭টি মনোনয়ন জমা পড়েছে যার মদ্যে বিজেপির ১৪টি। এ ছাড়াও সাঁকরাইল, পাঁচলা, শ্যামপুর-১ নম্বর ব্লকেও পঞ্চায়েতের অনেকগুলি মনোনয়ন জমা পড়েছে। যার বেশিরভাগই জমা দিয়েছে বিরোধীরা।
আরও পড়ুন-বাঁকুড়ায় বিজেপি গুন্ডাদের হাতে ‘আক্রান্ত’ সায়ন্তিকার পায়লট কার
মনোনয়ন জমা দেওয়াকে ঘিরে হাওড়ায় কোনও গোলমাল বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তৃণমূলের হাওড়া জেলা (গ্রামীণ) সভাপতি ও বিধায়ক রাজা সেন বলেন, ‘আমরা আগেই বলেছিলাম জেলার কোথাও বিরোধীদের জমা দেওয়ায় বাধা দেওয়া হবে না। মনোনয়ন জমা দেওয়ার পরিসংখ্যান দেখেই বোঝা যাচ্ছে জেলার সর্বত্রই নির্বিঘ্নে মনোনয়ন জমা দেওয়ার কাজ চলছে।’ তিনি আরও জানান, ‘জেলায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীদের বেশিরভাগটাই বুধবার মনোনয়ন জমা দেবেন। সব জায়গাতেই সমস্ত দলই শান্তিতে মনোনয়ন জমা দিচ্ছে। আগামীতে এভাবেই হাওড়ায় মনোনয়ন জমা হবে।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…