আবাসে দুর্নীতির (PMAY Scam) অভিযোগ আসছে বেশ কিছু জায়গা থেকে আর এর মধ্যেই হঠাৎ দেখা যায় শুভেন্দুর সভায় আবাসের ফর্ম জমা চলছে। মালদার (Malda) গাজোলে শুভেন্দুর সভায় আবাস যোজনার ফর্ম জমা নিয়ে রাজনৈতিক বিতর্ক এখন তুঙ্গে।
‘বিজেপির সভায় লোক হয় না, ভিড় টানতে আবাসের ফর্ম জমা’, এই বার্তা দিয়েছে তৃণমূলের। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই একের পর এক আবাস দুর্নীতির অভিযোগ উঠেছে জেলায় জেলায়।
আরও পড়ুন-ইউরোপে আমার কাজ শেষ: রোনাল্ডো
এই প্রসঙ্গে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস টুইট বার্তায় সরব হয়েছে। লেখা হয়েছে, ‘মিথ্যা এবং প্রতারণা চিহ্নিতকারী হয় বঙ্গ বিজেপি। PMAY হাউসের মিথ্যা প্রতিশ্রুতি ভিড় টানতে ব্যবহার করা হয় বিরোধী দলনেতার সমাবেশ। যদিও বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র WB-তে গ্রামীণ আবাসন সহায়তার জন্য বকেয়া তহবিল আটকে রেখেছে। তাদের ছলে বাংলা পড়বে না!’
Lies and deception are defining markers of @BJP4Bengal.
FALSE PROMISES of PMAY houses are used to draw crowds at @SuvenduWB‘s rallies.
While BJP-led Centre withholds funds due for rural housing assistance in WB.
Bengal will not fall for their gimmicks!https://t.co/Jpdf9Zpeb3— All India Trinamool Congress (@AITCofficial) January 4, 2023