ইউরোপে আমার কাজ শেষ: রোনাল্ডো

মেডিক্যাল টেস্টে উত্তীর্ণ হওয়ার পর রোনাল্ডোকে বরণ করে নেওয়ার জন্য ক্লাবের মাঠ মরসুল পার্কে তিলধারণের জায়গা ছিল না।

Must read

রিয়াধ, ৩ জানুয়ারি : ছাই রঙের স্যুটের সঙ্গে হালকা নীল রঙের টাই পরে মঙ্গলবার রিয়াধে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি আরবের ক্লাব আল নাসের এদিন আনুষ্ঠানিকভাবে সিআর সেভেনকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিল। নতুন চ্যালেঞ্জ নিয়ে এশীয় ফুটবলের মঞ্চে পা রাখা ৩৭ বছরের পর্তুগিজ মহাতারকাকে চনমনে তরুণ মনে হচ্ছিল।

আরও পড়ুন-কেন্দ্রকে দুষে চায়ের দোকান বিটেক পাশের

সংবাদমাধ্যমের সামনে এসে রোনাল্ডো বললেন, ‘‘ইউরোপে আমার কাজ শেষ। সেখানে বড় ক্লাবগুলিতে খেলেছি। এটা নতুন জায়গা। এখানে বেশ ভাল লাগছে। সৌদি আরবের মানুষ, এখানকার আতিথেয়তা চমৎকার। আর এখানে খেলছি বলে আমার কেরিয়ার এখানেই শেষ হয়ে যাচ্ছে না। আমি অনন্য খেলোয়াড়। তাই আমার চুক্তিটাও অনন্য। লোকে কী বলল, আমার এসে যায় না।’’

আরও পড়ুন-উত্তরের একগুচ্ছ ট্রেন বাতিল বিজ্ঞপ্তিতে বিপাকে যাত্রীরা

মেডিক্যাল টেস্টে উত্তীর্ণ হওয়ার পর রোনাল্ডোকে বরণ করে নেওয়ার জন্য ক্লাবের মাঠ মরসুল পার্কে তিলধারণের জায়গা ছিল না। স্টেডিয়াম ছিল হাউসফুল। সিআর সেভেন সেখানে কোচ রুডি গার্সিয়া ও ক্লাব সভাপতির সঙ্গে প্রশ্নের উত্তর দেন। রোনাল্ডো আরও বলেন, ‘‘আমি ইউরোপে সব রেকর্ডই ভেঙেছি। এখানেও কিছু নতুন রেকর্ড গড়তে চাই। কোচ চাইলে পরের ম্যাচেই মাঠে নামব। এখানকার মানুষদের আনন্দ দিতে চাই।’’

Latest article