সংবাদদাতা, কাটোয়া : অতিমারি করোনার চোখরাঙানি এড়িয়ে পড়ুয়াদের পাশে থাকার সুফল। দিন-আনা দিন-খাওয়া, তফসিলি জাতি-উপজাতি অধ্যুষিত এলাকার স্কুলের মাধ্যমিকের মেধাতালিকায় দশম স্থানই নয়, সামগ্রিক ফলও যথেষ্ট ভাল কালনার সোন্দলপুর বৃন্দাদেবী বিদ্যামন্দিরের।
আরও পড়ুন-খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসে মুর্শিদাবাদের মেয়ে সাথী
করোনার কারণে স্কুল বন্ধ থাকায় অনলাইন ক্লাসের ব্যবস্থা হলে কী হবে, বেশিরভাগ পড়ুয়ার তো স্মার্ট ফোনই নেই। তার ওপর গ্রামে টাওয়ার থাকে না। শিক্ষক-শিক্ষিকারা পাশে দাঁড়ান পড়ুয়াদের। দূরত্ব মেনে ভাগ ভাগ করে পড়ুয়াদের পড়ান, মনোবল জোগান। তাতেই মিলেছে সাফল্য। নীলাদ্রি মণ্ডল মেধাতালিকায় দশম স্থানে। পেয়েছেন ৬৮৪। ৫৯ পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছেন ৪৭ জন। উজ্জীবিত বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ বই, ফুল, মিষ্টি নিয়ে হাজির হন নীলাদ্রির বাড়িতে। সবরকমের সাহায্যের আশ্বাস দেন।