খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমসে মুর্শিদাবাদের মেয়ে সাথী

এ বছর হরিয়ানায় হচ্ছে চতুর্থ গেমস। এই গেমসে পশ্চিমবঙ্গের হ্যান্ডবল দলে মুর্শিদাবাদ থেকে খেলার জন্য ডাক পেয়েছেন সাথী

Must read

কমল মজুমদার , জঙ্গিপুর: দারিদ্র ও অভাবের সঙ্গে লড়াই করে ‘খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস ২০২২’ হ্যান্ডবল বাংলা দলে জায়গা করে নিলেন মুর্শিদাবাদের সুতি-১ ব্লকের আহিরণ-ঘোষপাড়ার সাথী ঘোষ। ছাত্রছাত্রী এবং নতুন প্রজন্মকে খেলাধুলোয় আকৃষ্ট করার জন্য ২০১৮ সালে ‘খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস’-এর সূচনা হয়। এ বছর হরিয়ানায় হচ্ছে চতুর্থ গেমস। এই গেমসে পশ্চিমবঙ্গের হ্যান্ডবল দলে মুর্শিদাবাদ থেকে খেলার জন্য ডাক পেয়েছেন সাথী।

আরও পড়ুন-বিজেপির ঘাঁটিতে

মুর্শিদাবাদ জেলা হ্যান্ডবল অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা আহিরণ হেমাঙ্গিনী বিদ্যালয়ের শারীরশিক্ষা বিভাগের শিক্ষক স্নেহাশিস ঘোষ বলেন, ‘‘মুর্শিদাবাদের আহিরণ ছাড়াও জলঙ্গি, ডোমকল, জিয়াগঞ্জ প্রভৃতি এলাকার প্রচুর মেয়ে এই খেলায় অংশগ্রহণ করছে। ইতিমধ্যেই কয়েকজন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়েছে। তবে এই প্রথম মুর্শিদাবাদের কোনও মেয়ে ‘খেলো ইন্ডিয়া গেমসে’ রাজ্য হ্যান্ডবল দলে প্রতিনিধিত্ব করার জন্য ডাক পেয়েছে। আমরা সাথীর কৃতিত্বে গর্বিত।’’

আরও পড়ুন-পুরুলিয়ার ‘যুগল প্রসাদ’ দুখুকে সাইকেল উপহার

সাথীর অন্যতম প্রশিক্ষক প্রলয় ঘোষ বলেন, ‘‘অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে সাথী। তার বাবা মানিক ঘোষ পেশায় একজন কৃষক। দারিদ্রের সঙ্গে লড়াই করে খেলাধুলোর পাশাপাশি নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছে জঙ্গিপুর কলেজের ফিজিক্যাল এডুকেশন বিভাগের প্রথম বর্ষের এই ছাত্রী। ২০১৭ সালে সাথী প্রথমবার বাংলা দলের হয়ে প্রতিনিধিত্ব করেছিল। এই প্রথম ‘খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস ২০২২’- এ অংশগ্রহণের জন্য বাংলা দলে সুযোগ পেয়েছে।’’
সাথীর পরিবারের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই তিনি বাংলা দলের সঙ্গে চণ্ডীগড়ের উদ্দেশে রওনা হয়েছেন। আগামিকাল বাংলা দলের হয়ে তাঁর প্রথম ম্যাচ রয়েছে।

Latest article