বিজেপির ঘাঁটিতে

এই বঞ্চনার প্রতিবাদে সোমবার দুপুরে মুর্শিদাবাদ জেলা সুতি ১ ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে প্রতিবাদে পথে নামলেন স্থানীয় নেতা-কর্মীরা।

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : বিজেপির ঘাঁটিতে গর্জে উঠল বাংলার মানুষ। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গ্রাম থেকে ব্লক, ব্লক থেকে শহর প্রতিবাদে মুখর হল মিছিলে। দাবি উঠল, ‘১০০ দিনের টাকা দাও, নইলে মোদি বিদায় নাও।’ সুতি, জঙ্গিপুর, ফারাক্কা মিছিলে প্রতিবাদ, উত্তাল। ১০০ দিনের কাজে দেশে এক নম্বরে বাংলা। তারপরেও সেই প্রকল্পের প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্র। ফল ভুগছেন রাজ্যের ১০০ দিনের কাজে নিযুক্ত শ্রমিকরা।

আরও পড়ুন-পুরুলিয়ার ‘যুগল প্রসাদ’ দুখুকে সাইকেল উপহার

এই বঞ্চনার প্রতিবাদে সোমবার দুপুরে মুর্শিদাবাদ জেলা সুতি ১ ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে প্রতিবাদে পথে নামলেন স্থানীয় নেতা-কর্মীরা। সুতি ১ ব্লক সভাপতি সেরাজুল ইসলাম ছাড়াও মিছিলে হাঁটেন মন্টু রহমান, হালিমা খাতুন, মোনালিসা দাস প্রমুখ নেতৃত্ব। মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সুতি ব্লক মোড় থেকে গোটা আহিরণ ঘুরে শেষ হয় মিছিল।

Latest article