বছরের শুরুতেই বড়সড় সাফল্য পেল দেশের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। সোমবার ভোর ৫টা ৫৯ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে মহাকাশ পাড়ি দিল পিএসএলভি-সি-৫২ রকেট। এই রকেটে করে তিনটি কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছে। পিএসএলভি-সি-৫২ এদিন তিনটি কৃত্রিম উপগ্রহকেই মহাকাশে তাদের নির্দিষ্ট কক্ষপথে স্থাপন করেছে।
আরও পড়ুন-কমল সংক্রমণ
এদিন যে তিনটি কৃত্রিম উপগ্রহ পাঠানো হয়েছে তার মধ্যে ইওএস-০৪ কৃষি, সবুজায়ন, মাটির আর্দ্রতা, জলের উৎসের সন্ধান ও বন্যা নিয়ন্ত্রণের রূপরেখা তৈরি করতে বিজ্ঞানীদের সাহায্য করার জন্য মহাকাশ থেকে ছবি তুলে পাঠাবে। অপর দুটি কৃত্রিম উপগ্রহের নাম ইনস্যাট-২টিডি এবং ইন্সপ্যায়ারস্যাট-০১। এই দুই উপগ্রহ আয়নমণ্ডলের গতিশীলতা এবং সৌরজগতের তাপমাত্রা নিয়ে গবেষণা করবে। এদিনের সফল উৎক্ষেপণের পর ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ সংস্থার সব কর্মীকে শুভেচ্ছা জানিয়েছেন।