কলকাতা বিমানবন্দরে আচমকা গুলি, আত্মঘাতী জওয়ান

নিয়মমাফিক কাজ চলছিল কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport)। কর্তব্যরত সিআইএসএফ কর্মীরা ব্যস্ত ছিল তাদের চেকিংয়ের কাজে।

Must read

নিয়মমাফিক কাজ চলছিল কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport)। কর্তব্যরত সিআইএসএফ কর্মীরা ব্যস্ত ছিল তাদের চেকিংয়ের কাজে। হঠাৎ করেই পাঁচ নম্বর গেট থেকে একটা গুলির শব্দ শুনে বিমান বন্দর চত্বরে আলোড়ন সৃষ্টি হয়। সিআইএসএফ কর্মীরা সেখানেই গিয়ে দেখন কর্মরত সিআইএসএফ-এর এক কর্মী নিজের রাইফেল থেকেই গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন। মৃতের নাম সি বিষ্ণু (২৫)। তাঁর বাড়ি তেলেঙ্গানায়। ২০২২ থেকে সিআইএসএফ-এ কর্মরত ছিলেন তিনি।

আরও পড়ুন-আইপিএলে সর্বোচ্চ রানের রেকর্ড হায়দরাবাদের

আজ, বৃহস্পতিবার সকাল পাঁচটার সময়ই বিমান বন্দরের পাঁচ নম্বর গেটে গুলির আওয়াজ শোনা যায়। দেখা যায় ৫ নম্বর গেটের যে টাওয়ার সেখানেই গুলির শব্দ শোনা যায়। কর্মীরা দৌড়ে টাওয়ারের উপরে উঠে তাঁকে উদ্ধার করে ভিআইপি রোডের ধারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। কর্তব্যরত অবস্থায় নিজের রাইফেল থেকে নিজেকে থুতনির নিচে থেকে গুলি করেছিলেন তিনি। ঘটনাস্থলে সিআইএসএফের উচ্চপদস্থ আধিকারিক ও বিমানবন্দর থানার পুলিশ পৌঁছন। ঠিক কী কারণে ওই জওয়ান আত্মহত্যা করেছেন তা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন-প্রতিহিংসা, দিল্লিতে মহুয়াকে ইডির ডাক

প্রসঙ্গত, ২০২২ সালে জুলাই মাসে এই ধরনের একটি ঘটনা ঘটে কলকাতা বিমানবন্দরে। ডিউটিরত এক সিআইএসএফ জওয়ানের মৃত্যু হয়। মৃত ওই সিআইএসএফ জওয়ানের নাম ছিল পঙ্কজকুমার দে। কর্মরত অবস্থায় নিজের সার্ভিস রিভলবর থেকেই গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছিলেন তিনি। ঘটনার আগের দিনই বাড়ি থেকে ফিরে কাজে যোগ দিয়েছিলেন তিনি। কর্মরত অবস্থায় অনেকক্ষণ দেখা পাওয়া যাচ্ছিল না তাঁর। তার পরেই খোঁজ শুরু হয়। শেষে বিমানবন্দরের বেসমেন্টের শৌচালয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় পঙ্কজকুমার দে-এর দেহ।

 

Latest article