নতুন জরিমানা আইনে এবার আতঙ্কিত বাস মালিক থেকে চালক। বুধবার কলকাতা ও হাওড়া মিলিয়ে মোট চার হাজার বাস নেই। মিনিবাসের মধ্যে গাড়ির চাবি নিলেন না প্রায় সাড়ে সাতশো চালক। আজ বুধবার থেকে বেসরকারি বাস এবং মিনিবাস চলছে কম। সাদা লাইন সামান্য ক্রস করলে দিতে হচ্ছে ৫০০০ টাকা। বৈধ কাগজপত্র না থাকলে ১০ হাজার। সেখানেই হল সমস্যা। এই পরিমাণ জরিমানার টাকা মালিকপক্ষ দিতে নারাজ।
আরও পড়ুন-কড়া পদক্ষেপ প্রশাসনের, ‘আনফিট’ বাস ধরপাকড়ে সক্রিয় কলকাতা ট্রাফিক পুলিশ
চরম মন্দার বাজারে এই নতুন ট্রাফিক জরিমানা বিধিতে মাথায় হাত বাস মালিকদের। বুধবার পার্ক সার্কাসে বাস, মিনিবাস, ট্যাক্সি, ওলা, উবের সহ সমস্ত বানিজ্যিক গণ পরিবহণের যৌথ ফোরাম বৈঠকে বসছে। বৃহস্পতিবার সমস্ত বেসরকারি গণ পরিবহণ কর্মীরা কালো ব্যাজ পরে পরিষেবা দেবেন বলে মিলেছে খবর।
আরও পড়ুন-গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার সামান্য উন্নতি
বাস মালিকদের দাবি জরিমানার ভয়েই বাস চালাতে চাইছেন না তারা। এই মুহূর্তে কলকাতা ও হাওড়া মিলিয়ে প্রায় সাড়ে চার হাজার বাস চলে যা ছুটির দিনে কমে হয় প্রায় সাড়ে টিন হাজার। এর মধ্যে প্রায় ৭৫০ টি বাস আজ বুধবার রাস্তায় নামেনি।