কড়া পদক্ষেপ প্রশাসনের, ‘আনফিট’ বাস ধরপাকড়ে সক্রিয় কলকাতা ট্রাফিক পুলিশ

জানা গেছে, আটক হওয়া বাসগুলির অনেকগুলিরই বিমার মেয়াদ পেরিয়ে গিয়েছে। বাসগুলি আটক করে জরিমানাও করা হয়।

Must read

গত রবিবার ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ের ঘটনা প্রশাসনের চোখ খুলে দেয়। ওই দিনের ঘটনায় আহত হন একাধিক। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্তে নামে পুলিশ। ফরেনসিক বিশেষজ্ঞের টিম তদন্ত করছে। এবার কড়া হল কলকাতা ট্রাফিক পুলিশ।

সদ্যই রাজ্যের সংশোধিত ২০১৯ মোটর ভেইক্যাল আইন চালু হয়েছে। এক ধাক্কায় অনেকটাই বেড়েছে জরিমানার অঙ্ক। রবিবার পরিবহনমন্ত্রী স্পষ্ট জানিয়েছিলেন, কোনওভাবেই জরিমানা কম করা হবে না। সব ‘আনফিট’ বাস চিহ্নিত করে বাতিলের কথাও জানান তিনি।একের পর এক পথদুর্ঘটনা ঘটেই চলেছে শহরে। পরিবহনমন্ত্রীর নির্দেশের পর কার্যত কড়া কলকাতা ট্রাফিক পুলিশ।

আরও পড়ুন-গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার সামান্য উন্নতি 

এবার ৬২এ/১৮২বি মোটর ভেহিকেলস আইন মেনে রীতিমতো চলছে ধরপাকড়। করা হচ্ছে জরিমানাও। মোট ৪৫ টি বাসকে আনফিট তকমা দিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। ফিট সার্টিফিকেট ছাড়াই চলছিল ওই বাসগুলি। জানা গেছে, আটক হওয়া বাসগুলির অনেকগুলিরই বিমার মেয়াদ পেরিয়ে গিয়েছে। বাসগুলি আটক করে জরিমানাও করা হয়। প্রত্যেক বাস পিছু ১০,০০০ টাকা করে জরিমানা করে বাসগুলি আটক কে পুলিশ।

Latest article