সংবাদদাতা, জলপাইগুড়ি: সঠিক সময়ে কর্মীরা দফতরে ঢুকছেন কি না, কাজ ঠিকভাবে হচ্ছে কি না, এসব খতিয়ে দেখতে হঠাৎ ফুলবাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েত অফিসে পৌঁছে যান রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ পঞ্চায়েত কার্যালয়ে এসে তিনি দেখেন অফিসে কেউ নেই। কিন্তু পরিষেবা নিতে চলে এসেছেন একাধিক গ্রামবাসী। ক্ষুব্ধ বিডিও।
আরও পড়ুন-কেনিয়ায় মধ্য আকাশে দুটি বিমানের সংঘর্ষে মৃ.ত ২
দেরি করে দফতরে ঢোকায় ধমক দিলেন এক কর্মীকে। এদিন প্রথম চাকরির জন্য রেসিডেন্ট সার্টিফিকেট নিতে এসেছিলেন গ্রামের বাসিন্দা নিশা রজক। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিলেন শংসাপত্রের জন্য। কর্মী না থাকায় দেরি হয়। এতেই ক্ষুব্ধ হন বিডিও প্রশান্ত বর্মন। তিনি বলেন, আমাদের কাজ হল মানুষকে পরিষেবা দেওয়া। সেখানে যদি সাধারণ মানুষ অসুবিধায় পড়েন তা কোনওভাবেই রেয়াত করা যায় না। এই পঞ্চায়েত দফতরে কর্মীরা সঠিক সময়ে আসছেন না বলে আমার কাছে একটি অভিযোগ এসেছিল। সেইমতো হঠাৎ এসে দেখলাম অভিযোগ সঠিক। বারবার এই ঘটনা মেনে নেওয়া হবে না। ওই কর্মীদের সতর্ক করা হয়েছে। তাঁরা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।