কেনিয়ায় মধ্য আকাশে দুটি বিমানের সংঘর্ষে মৃ.ত ২

মঙ্গলবার,৫ই মার্চ নাইরোবি জাতীয় উদ্যানে সেসনা বিমান ভেঙে যাওয়ার পর ঘটনাস্থলেই দুইজন মারা যান ও প্রায় ৪০ জন আহত বলে খবর।

Must read

সাফারিলিংক এভিয়েশন এয়ারলাইন (Safarilink Aviation airline) দ্বারা চালিত একটি বিমান, পাঁচজন ক্রু সদস্য ও ৪৪ জন যাত্রী সহ, উপকূলীয় রিসোর্ট শহর দিয়ানির দিকে যাচ্ছিল। উইলসন বিমানবন্দর থেকে ওড়ার পরেই মারাত্মক একটি বিস্ফোরণের খবর প্রকাশ্যে আসে। এয়ারলাইন তরফে খবর খুব দ্রুত ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয় বিমানটি। পুলিশের তরফে বলা হয়েছে যে ফ্লাইং স্কুল দ্বারা চালিত সিঙ্গেল ইঞ্জিন সেসনা ১৭২-এর সাথে ধাক্কা লেগেছে বিমানটির, যার মধ্যে দুইজন লোক ট্রেনিং সেশনে ছিলেন।

আরও পড়ুন-বেসরকারি হাসপাতালে চিকিৎসার রেট ঠিক করতে কেন্দ্রকে সুপ্রিম কোর্টের নির্দেশ

কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি (KCAA) সংঘর্ষের কারণ জানতে তদন্ত শুরু করেছে। উইলসন বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণ পরে মোম্বাসা যাওয়ার পথে সাফারিলিংকের বিমানটি নাইনটি-নাইনস ফ্লাইং স্কুলের একটি সেসনা বিমানের সাথে সংঘর্ষ হয়। মঙ্গলবার,৫ই মার্চ নাইরোবি জাতীয় উদ্যানে সেসনা বিমান ভেঙে যাওয়ার পর ঘটনাস্থলেই দুইজন মারা যান ও প্রায় ৪০ জন আহত বলে খবর।

Latest article