বেসরকারি হাসপাতালে চিকিৎসার রেট ঠিক করতে কেন্দ্রকে সুপ্রিম কোর্টের নির্দেশ

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে এই নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, রাজ্য ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করার পরে এই পদক্ষেপ নিতে হবে।

Must read

গোটা দেশে বেসরকারি হাসপাতালে (Private hospital) চিকিৎসার খরচ সামর্থ্য়ের মধ্য়ে রাখতে সুপ্রিম কোর্টের (Supreme court of India) তরফে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের কাছে নির্দেশ দেওয়া হয়েছে। তাই এবার সেই রেট ঠিক করার জন্য বলা হয়েছে। সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে সারা দেশে যতগুলি বেসরকারি হাসপাতাল রয়েছে সেখানকার রেটচার্ট যাতে সকলের সামর্থ্যের মধ্য়ে হয় সেই দিকেই নজর দিতে হবে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে এই নির্দেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে, রাজ্য ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করার পরে এই পদক্ষেপ নিতে হবে।

আরও পড়ুন-ভোটের আগেই বিরূপ মন্তব্য অনন্ত মহারাজের

বিচারপতি বিআর গভাই ও বিচারপতি সন্দীপ মেহেতা এই মর্মে জানিয়েছেন, বেসরকারি হাসপাতালে যাতে সাধারণ মানুষ চিকিৎসা পান সেই বিষয়টিতে নজর দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। সুপ্রিম কোর্টের কাছে একটা আবেদন আসে ক্লিনিকাল এসটাব্লিশমেন্ট অ্যাক্ট অনুসারে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার রেটকে বেঁধে দেওয়ার জন্য। সুপ্রিম কোর্ট নির্দিষ্ট নির্দেশ এর জন্য এই আর্জি করা হয়।

আরও পড়ুন-‘পৃথিবীর অন্যান্য দেশে যদি ভোটে স্টেট ফান্ডিং সম্ভব হয় তবে এদেশে নয় কেন’ দাবি মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত, ক্লিনিকাল এসটাব্লিশমেন্ট ( সেন্ট্রাল গভর্নমেন্ট) রুলস ২০১২ অনুসারে বেসরকারি হাসপাতালের ফি ধার্য্য করার অনুরোধ জানিয়ে এই মামলা করা হয়েছিল। ৯ নম্বর ধারায় উল্লেখ করা রয়েছে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে আলোচনা করে মেডিক্যাল ক্লিনিকের জন্য় ফি ঠিক করে দেবে।

Latest article