কমনওয়েলথ গেমস: প্যারা পাওয়ারলিফটিংয়ে সুধীরের ঐতিহাসিক সোনা জয়, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Must read

এবার প্যারা পাওয়ারলিফটিংয়েও (Para Powerlifting) স্বর্ণপদক ভারতের। শারীরিক প্রতিবন্ধকতাকে তোয়াক্কা না করে হরিয়ানার সোনিপথের ছেলে সুধীরকে (Sudhir) এই সাফল্যে কুর্নিশ জানাচ্ছে গোটা দেশ। বৃহস্পতিবার মাঝরাতে নিঃশব্দে ইতিহাস গড়ে ফেললেন সুধীর। তাঁকে অভিনন্দন জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: কালিম্পং গণহত্যা-কাণ্ড

টুইটারে মুখ্যমন্ত্রী লিখেছেন, “কমনওয়েলথ গেমস ২০২২-এ প্যারা পাওয়ারলিফটিং-এ সোনা জেতার জন্য সুধীরকে (Sudhir) আমার আন্তরিক অভিনন্দন। আপনি আরও উচ্চতা স্পর্শ করুন এবং নতুন মাইলফলক তৈরি করুন! আগামীর উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভ কামনা করছি।”

 

সুধীর কমনওয়েলথ গেমসের ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে প্যারা পাওয়ারলিফটিং-এ সোনা জিতেছেন। ২০১৮ সালের এশিয়ান প্যারা গেমসে ব্রোঞ্জপদক জিতেছিলেন সুধীর। তিনি এদিন নিজের প্রথম প্রয়াসে ২০৮ কেজি, দ্বিতীয় প্রয়াসে ২১২ কেজি ভারোত্তোলন করেন। তৃতীয় প্রয়াসে নিজের সর্বকালের সেরা ২১৭ কেজি ভারোত্তোলন কর প্রয়াস করেও সাফল্য পাননি সোনিপথের ভারোত্তোলক। কিন্তু তাতে কিছু পার্থক্য হয়নি। রেকর্ড এবং সোনা দুইই চলে আসে হরিয়ানার সুধীরের দখলে।

Latest article