দুর্গতদের পাশে সুদীপ-নয়না

Must read

প্রতিবেদন : রবিবার বউবাজারের মেট্রো বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত বাসিন্দা এবং কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee- Nayna Banerjee) । উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে। সাংসদ, বিধায়ক এবং পুর প্রতিনিধির কাছে ক্ষোভ উগরে দেন ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। মেট্রো রেল কর্তৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতাকেই দায়ী করছেন তাঁরা। তাঁদের বক্তব্য, শুধু বাড়িতে ফাটলটাই একমাত্র বিপদ নয়, কীভাবে দিনগুজরান হবে তাও জানেন না তাঁরা। এই অবস্থায় কেএমআরসিএল-এর কর্তারা সহযোগিতার বদলে অসহযোগিতা করছেন। আর সে কারণেই বাড়ছে ক্ষোভ।

আরও পড়ুন: ভুয়ো কলসেন্টারে পুলিশি অভিযানে ধৃত ৯, সাইবার চক্রের পর্দা ফাঁস

প্রসঙ্গত, বউবাজারের ক্ষতিগ্রস্ত দুটি বাড়ি ভাঙার সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। রবিবার সকালে দুর্গা পিতুরি লেনে ঘটনাস্থলে যান সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং নয়না বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee- Nayna Banerjee)। ক্ষতিগ্রস্ত বাড়িগুলি ভেঙে ফেলা হবে কি না তা নিয়ে বিস্তর আলোচনা হয়। এরপর স্থানীয় বাসিন্দাদের নিয়ে বৈঠকে বসেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ও নয়না বন্দ্যোপাধ্যায়। বৈঠকে কেএমআরসিএলের এমডি চন্দ্রনাথ ঝাঁ উপস্থিত ছিলেন। ছিলেন স্থানীয় কাউন্সিলর বিশ্বরূপ দে। এদিনের বৈঠকে কেএমআরসিএল-এর তরফ থেকে বলা হয় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দুরবস্থার জন্য তারা ক্ষমাপ্রার্থী। তবে এমনটা ভাবার কারণ নেই যে তাঁদের স্বার্থের কথা কেএমআরসিএল ভাবছে না। যে ঘটনা ঘটেছে কখনওই সেই ঘটনা কাঙ্ক্ষিত ছিল না। কিন্তু তাতে বরফ গলছে না।

Latest article