নয়াদিল্লি : মোদি সরকারের আট বছরে আটটি বিষয় নিয়ে অসন্তুষ্ট তৃণমূল কংগ্রেস৷ মঙ্গলবার দিল্লিতে সাংবাদিকদের বললেন দলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, নোটবন্দি, লকডাউন, জিএসটি, বেকারত্ব, বিদেশনীতি, পেট্রোল–ডিজেলের মূল্যবৃদ্ধি, কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার এবং বাংলাকে বঞ্চনার ইস্যুতে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে লাগাতার সোচ্চার তৃণমূল কংগ্রেস৷ এই আট বছরে সাধারণ মানুষের কোনও স্বস্তি নেই৷ প্রবল মূল্যবৃদ্ধির জেরে দুর্বিষহ জনজীবন৷ রেলমন্ত্রকের কাজ নিয়ে সুদীপের মন্তব্য, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন যে কাজ করেছেন তার ১০ শতাংশ কাজও যদি কেন্দ্রের বর্তমান রেলমন্ত্রী করতেন তাহলে তাঁকে সাধুবাদ দিতাম৷ কিন্তু তা করতে পারছেন না৷ উল্টে মানুষকে বিভ্রান্ত করছেন৷
আরও পড়ুন-এবার পাঠ্যসূচিতে সংঘের মতাদর্শ! কর্নাটক সরকারের কীর্তি
এদিন একাধিক ইস্যুতে সাংবাদিকদের জবাব দেন তৃণমূলের লোকসভার দলনেতা৷ দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনের গ্রেফতারি প্রসঙ্গে তাঁর মত, ইডি, সিবিআইয়ের রাজনৈতিকভাবে ব্যবহার নিয়ে আমরা বরাবরই সরব৷ ইডি, সিবিআই যাদের উপর হামলা করছে তারা আদালতের সম্মুখীন হোক৷ বিজেপির সংশ্রবে থাকা শিশির অধিকারীর সাংসদ পদ খারিজ ইস্যুতে সুদীপ বন্দ্যোপাধ্যায় জানান, সংসদের প্রিভিলেজ কমিটি আমাকে ডেকেছিল৷ আমি বাইরে ছিলাম, তা চিঠি দিয়ে জানিয়েছিলাম৷ ফের সোমবার চিঠি দিয়েছি৷ আবার এই ইস্যুতে বৈঠক ডাকার দাবি তুলেছি৷