অতিরিক্ত বৃষ্টিপাত হবে দেশে, জানিয়ে দিল মৌসম ভবন

গত রবিবার কেরলে মৌসুমী বায়ু পৌঁছনোর পর ইতিমধ্যেই রাজ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে। মহারাষ্ট্রের কিছু অংশেও চলছে বৃষ্টিপাত।

Must read

প্রতিবেদন : নির্ধারিত সময়ের আগেই বর্ষা প্রবেশ করেছে কেরলে। এরইমধ্যে মঙ্গলবার মৌসম ভবন জানাল, চলতি বছরে গোটা দেশে ভালরকম বৃষ্টি হবে। দেশের কৃষকরা আবহাওয়া দফতরের এই পূর্বাভাসে নিশ্চিতভাবেই খুশি হবেন, খুশি হবে সরকার। কারণ, ভাল বৃষ্টিপাতের উপরে নির্ভর করে কৃষিকাজ। কৃষি উৎপাদন বাড়লে জিডিপি বৃদ্ধির সহায়ক হয়। করোনার জন্য দেশের জিডিপি বৃদ্ধির হার কার্যত তলানিতে নেমে এসেছে। মৌসম ভবনের পূর্বাভাসে আশার আলো দেখতে পারে সরকার।

আরও পড়ুন-সরব সুদীপ

বর্ষার জন্য মৌসম ভবন সাধারণত দু’বার পূর্বাভাস দিয়ে থাকে। প্রথমবার যে পূর্বাভাস দেওয়া হয় সেটি হল দীর্ঘমেয়াদি পূর্বানুমান, যাকে বলা হয় লং টার্ম ফোরকাস্ট। এটা ঘোষণা করা হয় এপ্রিলে। এপ্রিলে মৌসম ভবন জানিয়েছিল, গোটা দেশে এবার ৯৯ শতাংশ বৃষ্টিপাত হতে পারে। কিন্তু মঙ্গলবার মৌসম ভবনের শীর্ষকর্তা মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, গোটা দেশে এবার ১০৩ শতাংশ বৃষ্টিপাত হতে পারে। গোটা দেশের সর্বত্রই সমান রকম বৃষ্টি হবে। দেশের মধ্য ও উপদ্বীপীয় এলাকায় গড়ে ১০৬ শতাংশ বৃষ্টিপাত হতে পারে।

আরও পড়ুন-এবার পাঠ্যসূচিতে সংঘের মতাদর্শ! কর্নাটক সরকারের কীর্তি

গত রবিবার কেরলে মৌসুমী বায়ু পৌঁছনোর পর ইতিমধ্যেই রাজ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে। মহারাষ্ট্রের কিছু অংশেও চলছে বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাতেও আগামী দু-তিনদিনের মধ্যে বর্ষা প্রবেশ করবে। বাংলায় বর্ষার প্রবেশের পথও সুগম হয়েছে। তবে প্রথমে বর্ষা আসছে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে কবে বৃষ্টি নামবে, সে বিষয়ে অবশ্য কিছু জানানো হয়নি।

Latest article