দুর্যোগে দুর্ভোগ, আজও হবে ভারী বৃষ্টি

সত্যি হল আবহাওয়ার পূর্বাভাস। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার বৃষ্টিতে ভাসল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা।

Must read

প্রতিবেদন : সত্যি হল আবহাওয়ার পূর্বাভাস। বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে শুক্রবার বৃষ্টিতে ভাসল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী জেলা। এসেছে দুর্ঘটনার খবরও। জনমাষ্টমীর সকালে প্রবল বর্ষণে ক্ষতি হয় ফল, সবজি ব্যবসায়ীদের। আজ শনিবারও দুই মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, পুরুলিয়ায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি কলকাতা-সহ হাওড়া, হুগলিতে চলবে মাঝারি বৃষ্টি।

আরও পড়ুন-পুজোর আগেই যানজটমুক্ত হবে দিনহাটা

পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় লাল সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, বৃহস্পতিবার সন্ধে থেকে শুরু হয় দফায় দফায় বৃষ্টি। রাতে বৃষ্টি থেমে গেলেও ভোর থেকে শুরু হয় নিম্নচাপের তাণ্ডব। সঙ্গে প্রবল ঝোড়ো হাওয়া। শুক্রবার সকালে ঝিরঝিরে বৃষ্টি চলছিল। মাঝে দু’একঘণ্টা থামলেও বেলা বাড়তেই ফের ঘনিয়ে আসে মেঘ। শুরু হয় মুষলধারে বৃষ্টি। দুই ২৪ পরগনাতেও ভারী বৃষ্টি হয়। যার জেরে বন্ধ হয়ে যায় কলকাতায় ফেরি সার্ভিস। কাকদ্বীপের সঙ্গে বন্ধ হয়ে যায় যোগাযোগ। খারাপ আবহাওয়ার কারণে বেশ কয়েকটি বিমান দেরিতে ওঠানামা করেছে। রাস্তায় যানবাহনও ছিল তুলনামূলক অনেক কম।

আরও পড়ুন-খাদে গাড়ি, মৃত ২

যদিও পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের তরফে নেওয়া হয় ব্যবস্থা। দুর্যোগ মোকাবিলা করতে খোলা হয় কন্ট্রোলরুম। বৃষ্টির কারণে রাস্তায় যানজট তৈরি হলে তা দ্রুততার সঙ্গে সামাল দেয় ট্রাফিক পুলিশ। খারাপ আবহাওয়ার পূর্বাভাস থাকায় আগেই সমুদ্রে নামার নিষেধাজ্ঞা জারি করা হয়। শুক্রবার সকালে দুর্যোগ বাড়লে উপকূলবর্তী এলাকায় মাইকিং করে সতর্ক করা হয়। আজ শনিবারও চলবে দুর্যোগ বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে।

Latest article