পাকিস্তানে জঙ্গি হামলা, মৃতের সংখ্যা বেড়ে ৫৪

Must read

পাকিস্তানে (Pakistan blast) জঙ্গি হামলায় বেড়েই চলেছে মৃতের সংখ্যা। রবিবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি কট্টরপন্থী ইসলামিক রাজনৈতিক দলের সভায় উপস্থিত ছিলেন বহু মানুষ। সেই সভায় হামলা চালায় জঙ্গিরা। এই ঘটনায় বাড়ছে মৃতের সংখ্যা। জঙ্গি হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৪। শয়ে শয়ে মানুষ জখম হয়েছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশের সন্দেহ এই হামলার পিছনে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন আইএসআইএস-এর হাত রয়েছে।  আফগানিস্তানের সীমান্তবর্তী শহর খারে গত রবিবার রক্ষণশীল রাজনৈতিক দল জামিয়াত উলেমা ইসলাম-ফজল-এর জমায়েতে প্রায় ৪০০-র বেশি সদস্যের জমায়েত হয়েছিলে। ‘পাকিস্তান (Pakistan blast) মুসলিম লিগ নওয়াজ’-এর নেতৃত্বধীন জোট সরকারের শরিক জেইউআই-এফ। সামনেই ভোট তাই তার আগে প্রচারের কাজ শুরু হয়েছে। আর সেই জন্যই একটি সভার আয়োজন হয়েছিল খারেতে। আর সেখানেই হামলা চালায় জঙ্গিরা। পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি নিহতদের জন্য শোকপ্রকাশ করেছেন। আহতদের আরোগ্য কামনা করেছেন।

আরও পড়ুন- রেড রোডে দুর্ঘটনা, ফোর্ট উইলিয়ামের দেওয়ালে ধাক্কা ট্যাঙ্কারের

Latest article