প্রতিবেদন : রহস্যজনক মৃত্যু দিল্লির (Delhi) সাকেত আদালতের এক মহিলা বিচারকের। পুলিশ প্রাথমিকভাবে তিনি আত্মঘাতী হয়েছেন বলে জানালেও উঠছে নানা প্রশ্ন। জানা যাচ্ছে, ২৭ তারিখ রাত সাড়ে ১০টা নাগাদ বিচারক অশোক বেনিওয়াল পুলিশকে ফোন করে জানান তাঁর স্ত্রী নিখোঁজ। বেনিওয়ালের স্ত্রী সাকেত আদালতের (Delhi Saket Court ) বিচারক। তাঁরা দু’জনে সাকেত কোর্ট রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের একটি ফ্ল্যাটের বাসিন্দা। পুলিশ তদন্তে নেমে এলাকার সিসি ক্যামেরাগুলির রেকর্ডে নজর দেয়। দেখা যায়, একটি অটোরিকশায় ওই বিচারক উঠছেন। পুলিশ ওই অটোচালককে শনাক্ত করে। তাঁর রঘুবীরনগরের বাড়িতে গিয়ে জেরা করা হয়। অটোচালক জানান, ওই মহিলাকে তিনি ময়দান গরহি এলাকার রাজপুর খুর্দে নামিয়ে দিয়েছিলেন।
আরও পড়ুন: বিক্ষোভের মুখে পড়ে কেন্দ্রের কয়লা আমদানি
এরপরই তদন্তকারীরা বেনিওয়ালকে ফোন করে জানতে চান, রাজপুরের সঙ্গে তাঁর স্ত্রীর কোনও সম্পর্ক আছে কি না। জানা যায়, এই এলাকাতেই মহিলা বিচারকের ভাইয়ের বাড়ি। পুলিশ সেই ঠিকানায় পৌঁছে বন্ধ দরজা ভেঙে নিচের তলার একটি ঘর থেকে মহিলা বিচারকের ঝুলন্ত দেহ উদ্ধার করে। তাঁর ভাই সপরিবারে থাকেন দোতলায়। তাঁরা নাকি কিছুই জানতে পারেননি। ঘর থেকে তিনটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে বলে দাবি পুলিশের। তবে কেনও আচমকা আত্মঘাতী হলেন ওই ৪২ বছরের বিচারক? কেনই বা তাঁর ভাইয়ের বাড়িকে আত্মহত্যার জায়গা হিসেবে বেছে নিলেন? এমন নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। জমাট হচ্ছে রহস্যও। সুইসাইড নোটগুলিতে কী লেখা আছে, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছে পুলিশ।