দুর্নীতির চাপে আত্মহত্যা ফের বিতর্ক কর্নাটকে

সরকারি স্তরে দুর্নীতির চাপ সহ্য করতে না পেরেই চরম পথ বেছে নিয়েছেন তিনি, অভিযোগ কর্নাটকের প্রধান বিরোধী দল কংগ্রেসের।

Must read

নয়াদিল্লি : বিধানসভা নির্বাচন আসন্ন। তার আগে বিজেপি শাসিত ডবল ইঞ্জিনের রাজ্য কর্নাটকে দুর্নীতিই বড় ইস্যু হয়ে উঠেছে। সরকারি কাজে লাগামছাড়া দুর্নীতির জেরে ফের আত্মহত্যার ঘটনা সামনে এল। অভিযোগ, দুর্নীতির চাপেই আত্মহত্যা করেছেন সরকারি এক ঠিকাদার। রাজ্যে যে ঘটনা আগেও ঘটেছিল। জানা গিয়েছে, টি এন প্রসাদ নামের যে ঠিকাদার আত্মহত্যা করেছেন তাঁকে ১৬ কোটি টাকার স্মার্টসিটি প্রকল্পের অধীনে একটি সরকারি প্রকল্প সম্পূর্ণ করার দায়িত্ব দেওয়া হয়েছিল। রাজধানী বেঙ্গালুরু থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে কর্নাটকের তুমাকুরু জেলার বাসিন্দা ছিলেন ওই ঠিকাদার। সরকারি স্তরে দুর্নীতির চাপ সহ্য করতে না পেরেই চরম পথ বেছে নিয়েছেন তিনি, অভিযোগ কর্নাটকের প্রধান বিরোধী দল কংগ্রেসের।

আরও পড়ুন-রাজধানীতে মাত্রাছাড়া দূষণ, জারি নিষেধাজ্ঞা

চলতি বছর নির্বাচনের আগে বাসবরাজ বোম্মাইয়ের নেতৃত্বাধীন সরকার দুর্নীতির অভিযোগে বিদ্ধ। সরকারি প্রকল্পের ঠিকাদারের মৃত্যুতে চাপে বিজেপি। এর আগে গত এপ্রিলে একজন সরকারি ঠিকাদারের আত্মহত্যা নিয়ে তুমুল বিতর্ক হয়েছিল কর্নাটকে। তখনও দুর্নীতির অভিযোগ উঠেছিল। এমনকী সেই ঘটনার পর রাজ্যের মন্ত্রী কে এস ঈশ্বরাপ্পাকে রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ পর্যন্ত করতে হয়। আট মাসের মধ্যে ফের এক ঠিকাদারের আত্মহত্যা বিজেপি শাসিত রাজ্যের দুর্নীতির ছবিটাকে আরও স্পষ্ট করে দিল। রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেস ঠিকাদারের আত্মহত্যার ঘটনাটিকে হাতিয়ার করে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছে। বাসবরাজ বোম্মাইয়ের নেতৃত্বাধীন বিজেপি সরকারের আমলে সরকারি কাজে ৪০ শতাংশ কমিশন দিতে হয় বলে কর্নাটকের সর্বস্তরে অভিযোগ। তার পরিপ্রেক্ষিতেই সরকারি ঠিকদারের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে শোরগোল উঠেছে। যদিও কর্নাটকের মুখ্যমন্ত্রী এই প্রচারকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে বিতর্ক ধামাচাপা দিতে অবসাদের তত্ত্ব সামনে আনছে প্রশাসন। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, ঋণের হাত থেকে বাঁচতেই আত্মহত্যা করেছেন ওই ঠিকাদার।

Latest article