অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) গুলি-মন্তব্যের বিরুদ্ধে সুকান্ত মজুমদারের (Sukanta Majumder) করা আবেদন খারিজ করে দিল ব্যঙ্কশাল আদালত। বলা যায় একরকম আদালতে মুখ পুড়ল বিজেপির। BJP-র আন্দোলনে আক্রান্ত পুলিশ আধিকারিককে দেখতে গিয়ে এসএসকেএম-এ অভিষেক এই মন্তব্য করেন তিনি। আর তার জেরেই জোড়াসাঁকো থানায় অভিযোগ দায়ের করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সেই নিয়ে আদালতে মামলা করেন তিনি। এবার বিজেপি নেতার সেই আবেদন খারিজ করে দিল আদালত।
আরও পড়ুন-শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন খোদ বীরবাহা হাঁসদা
সেদিন পুলিশের (Police) সহনশীলতার প্রশংসা করে অভিষেক বলেছিলেন, আপনাদের জায়গায় আমি থাকলে কপালে গুলি করতে বলতাম। এই কথা নিয়ে ঘোলাজলে মাছ ধরতে নামে বিজেপি। পুলিশের উপর আক্রমণের অপরাধ লঘু করার চেষ্টায় অভিষেকের বিরুদ্ধে অভিযোগ শুরু করেন। প্রথমে জোড়াসাঁকো থানায় অভিযোগ করেন। ওই মন্তব্যের জন্য তৃণমূল সাংসদকে ক্লিনচিট দেওয়া হলে, আদালতের দ্বারস্থ হন সুকান্ত। অভিষেকের বিরুদ্ধে এফআইআর করতে থানাকে নির্দেশ দেওয়ার আর্জি জানানো হয়। কিন্তু এদিন শুনানিতে 156(3)-এর অধীনে ব্যাঙ্কশাল কোর্টে আবেদনটি শুনানি হয়। খতিয়ে দেখার পরে অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়ার বিজেপির আবেদন খারিজ করে দেয় আদালত।