রামনবমীর নামে হাওড়ায় মিছিলে অশান্তি সৃষ্টির জন্য বহিরাগত বিজেপির বন্দুকধারী কর্মী গ্রেফতার। তাকে গ্রেফতার করা হয়েছে বিহারের মুঙ্গের থেকে। বিজেপির ওই কর্মীর নাম সুমিত সাউ (Sumit Shaw)। তাকে গ্রেফতার করেছে হাওড়া পুলিশ। ইতিমধ্যে তাকে সিআইডি-র হাতে তুলে দেওয়া হয়েছে। সিআইডি-র আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। ধৃত সুমিত স্বীকার করেছে যে, সেদিন সে হাতে বন্দুক নিয়ে মিছিলে অংশগ্রহণ করেছিল।
এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “রামনবমীর দিন হাওড়ার মিছিলে রিভলবারধারী যুবক সুমিত শ (Sumit Shaw) মুঙ্গের থেকে গ্রেপ্তার হয়েছে হাওড়া পুলিশের হাতে। এখন সিআইডি তদন্তের কাজ এগোচ্ছে। সুমিত ইতিমধ্যেই অপরাধ স্বীকার করেছে। রামনবমীর নামে যারা মুঙ্গেরবাহিনীকে ঢুকিয়ে বাংলায় গোলমালের চক্রান্ত করছে, তাদের মুখোশ আবার খুলে গেলো।”
প্রসঙ্গত, হাওড়ার শিবপুরের কাজী পাড়ায় রামনবমীর উৎশৃঙ্খল মিছিলকে কেন্দ্র করে অশান্তি শুরু হয়। পরে তা ব্যাপক আকার নেয়। জারি হয় ১৪৪ ধারা। সাংবাদিক সম্মেলন এবং এই যুবকের ভিডিও ট্যুইট করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপিকে আক্রমণ করে। অবশেষে গ্রেফতার অভিযুক্ত সুমিত সাউ।
আরও পড়ুন- ঝড়ে লন্ডভন্ড কুমারগ্রাম, পাশে প্রশাসন